ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 232
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রায় এক যুগ পর ফের ইরানের ওপর কার্যকর হল রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা। স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা না করার কারণে ‘শেষ অবলম্বন’ হিসেবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে তারা স্পষ্ট করেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল মানে কূটনীতির সমাপ্তি নয়। ইরানকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনায় ফেরার আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পদক্ষেপকে ‘অন্যায্য ও বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে ইসরাইলের হামলার ঝুঁকি দূর না হলে ইউরেনিয়াম কর্মসূচি স্বাভাবিকভাবে চালানো সম্ভব নয়। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তেহরান ইতিমধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের জরুরি পরামর্শের জন্য ডেকে পাঠিয়েছে।