পুরনিয়োগ দুর্নীতি মামলা
দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা ইডির, তল্লাশি আরও ১০টি জায়গায়

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 125
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রুরের সকালে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একইসঙ্গে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা।
সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে বলে খবর। পুরনিয়োগ দুর্নীতিতে শহরের মোট ১০টি জায়গায় তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইডি। ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা হানা দেয়।
জানা গিয়েছে, শুক্রবার ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। এদিন সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির হয় ইডি। সেখানে তল্লাশি চালায় তদন্তকারীরা। প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে, গত ১২ জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
সেই সময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা। এদিন ইডি অভিযান নিয়ে সুজিত বসু বলেন, “পুজোর আগে যেমন মহালয়া, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যায়। এর আগেও তল্লাশি হয়েছে। এখনও ওরা করছে। আমি কীরকম, তা এখানকার মানুষ সার্টিফিকেট দেবে।”
The Enforcement Directorate (ED) is conducting searches at the residence and offices of West Bengal Minister Sujit Bose, among 11 locations across West Bengal, in connection with the alleged Municipal Corporation job scam. ED initiated a case on the basis of a CBI FIR in the…
— ANI (@ANI) October 10, 2025