হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 132
পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাস “নতুন করে অস্ত্রসজ্জিত” হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একধরণের অনুমোদন আছে। ইসরায়েলে পৌঁছানোর পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, কয়েক মাসের সংঘর্ষের পর হামাস শৃঙ্খলা ফিরিয়ে আনবার চেষ্টা করছে এবং “তাদের কিছু সময়ের জন্য সশস্ত্র থাকার” ব্যাপারে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে — এমনই বক্তব্য আল-জাজিরা তাদের প্রতিবেদনে তুলে ধরেছে।
ট্রাম্প গাজার পুনর্গঠন কাজের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথাও বলেন এবং বলেন, গাজা এখন “আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ” — যেখানে নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে আসা নিয়ে আশঙ্কা আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সেখানে সংঘাতকালে প্রায় ৬৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।