গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন
- আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 93
পুবের কলম, ওয়েবডেস্ক: শহরে ফের বড় অগ্নিকাণ্ড। ডালহৌসিতে গাড়ির যন্ত্রাংশ তৈরি করার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ফলে আগুনের উৎসে পৌঁছতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল আধিকারিকদের।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে। তবে ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেখান থেকেই আগুন ভয়াবহ আকার নেয়। কীভাবে ভয়াবহ এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা। তাঁরা গলি ধরে কিছুটা এগিয়ে যেতেই দেখেন, আগুনের লেলিহান শিখা। প্রথমে আশপাশের দোকানিরাই জল ঢেকে আগুন নেভানোর চেষ্টা করেন। গোডাউনের ভিতরে থাকা কয়েক জনকে বাইরে বার করে আনেন।



















































