মোদি বক্তব্য দিলে মনোযোগ দিয়ে শোনেন বিশ্ব নেতারা, কারণ ভারত শক্তিশালী: প্রধানমন্ত্রীর প্রশংসায় ভাগবত
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 38
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বক্তব্য দেন, তখন বিশ্ব নেতারা মনোযোগ সহকারে শোনেন। কারণ বৈশ্বিক মঞ্চে ভারতের শক্তি প্রকাশিত হচ্ছে এবং দেশ তার সঠিক জায়গা খুঁজে পাচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে এমনটাই বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ১০০ বছর পূর্তি উপলক্ষে সোমবার পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, জয়ন্তী বা শতবর্ষের মতো মাইলফলক উদযাপনের জন্য অপেক্ষা করলে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের লক্ষ্য পূরণ করতে হবে। তিনি বলেন, “সংঘ সেটাই করে আসছে। যদিও সঙ্ঘ ১০০ বছর পূর্ণ করেছে, চ্যালেঞ্জ এবং অনেক ঝড়ের মুখোমুখি হয়েছে। তবে পুরো সমাজকে ঐক্যবদ্ধ করতে কেন এত সময় লাগছে! তা নিয়ে আত্মসমীক্ষা করার সময় এসেছে।” আরএসএস নেতা বলেন, সাধারণত বিশ্বাস করা হয় যে যখন ভারত উত্থান ঘটায়, তখন বৈশ্বিক সমস্যার সমাধান হয়, সংঘাত হ্রাস পায় এবং শান্তি বজায় থাকে। বর্তমান বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। আর সে কারণেই সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা প্রথম দিন থেকেই এই মিশন শেষ করার সংকল্প নিয়ে কাজ করে চলেছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার কথা তুলে ধরে ভাগবত বলেন, “প্রধানমন্ত্রীকে (মোদি) কেন বিশ্বব্যাপী মনোযোগ দিয়ে শোনা হচ্ছে? তাঁর কথা এজন্য শোনা হচ্ছে, কারণ ভারত শক্তি প্রদর্শন করছে। ভারতকে নজর দিয়েছে বিশ্ব।”
আরএসএসের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ারের আত্মত্যাগের কথা উল্লেখ করে ভাগবত স্মরণ করেন, যে সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা অসংখ্য প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের মধ্যেও তাদের প্রদত্ত মিশন অর্জনের যাত্রা শুরু করেছিলেন। তাদের কাজের ইতিবাচক ফলাফল পাওয়া যাবে কিনা তা নিশ্চিত ছিল না। আরএসএস প্রধানের কথায়, “তাঁরা (সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা) সাফল্যের বীজ বপন করেছেন এবং জীবন উৎসর্গ করে রূপান্তরের পথ প্রশস্ত করেছেন। আমাদের কৃতজ্ঞতা তাদের সঙ্গে থাকতে হবে।” তিনি আরও বলেন, “বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য আমাদের ভিত্তি নিহিত রয়েছে। আমাদের একসঙ্গে চলতে হবে, আর তার জন্য ধর্ম অপরিহার্য। ভারতে, সমস্ত দর্শন একটি একক উৎস থেকে উদ্ভূত হয়। কারণ সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত এবং আমাদের সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে।”























