পুবের কলম, ওয়েবডেস্ক: টানা আট দিনের ভোগান্তি, ব্যাপক উড়ান বিভ্রাট ও যাত্রী হেনস্তার পর অবশেষে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সূত্রের খবর, ইন্ডিগোর দৈনিক কমপক্ষে ৫ শতাংশ উড়ান—অর্থাৎ প্রায় ১১০টি ফ্লাইট—তাৎক্ষণিকভাবে কেড়ে নেওয়া হতে পারে। যেসব বিমান সংস্থার পরিষেবা স্থিতিশীল রয়েছে, তাদের মধ্যে এই উড়ানগুলি বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মঙ্গলবার ইন্ডিগো-সহ অন্যান্য বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসবে মন্ত্রক। ওই বৈঠকেই ঠিক হবে, ইন্ডিগোর থেকে নেওয়া ১১০টি ফ্লাইট কোন কোন সংস্থা পরিচালনা করবে। সূত্রের দাবি, শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইন্ডিগোর থেকে আরও অতিরিক্ত ৫ শতাংশ উড়ান পরবর্তী ধাপে কমিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে বিশাল অঙ্কের জরিমানা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছে কেন্দ্র।
সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করি না। ইন্ডিগোর উচিত ছিল সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। যাত্রীরা ভয়ানক সমস্যার মুখোমুখি হয়েছেন। বিষয়টি আমরা হালকাভাবে নিচ্ছি না—কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশিকা অমান্য হলে আমরা উদাহরণ তৈরির মতো পদক্ষেপ করব।”
উল্লেখ্য, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো প্রতিদিন প্রায় ২৩০০টি উড়ান পরিচালনা করে। কিন্তু গত সপ্তাহ ধরে সংস্থার পরিষেবা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অষ্টম দিনের মঙ্গলবারও প্রায় আড়াইশোটি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রী ভোগান্তি অব্যাহত রেখেই।





























