০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন আতঙ্ক! এবার মহারাষ্ট্রে আসতে হলে মেনে চলতে হবে এই বিশেষ নিয়ম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 87

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার প্রথম ঢেউয়ের মতোই আস্তে আস্তে জাল বিস্তার করছে ওমিক্রন। ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালানোর কথা থাকলেও তা আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র। মহারাষ্ট্রের যে কোনও শহরে বিমানযাত্রা নিয়ে এখন আরও কড়াকড়ি রাজ্যের সরকার। এবার   ডোমেস্টিক যাত্রীদেরও মুম্বই-সহ মহারাষ্ট্রের যে কোনও শহরে ঢুকতে গেলে কোভিড আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্ট এখন বাধ্যতামূলক করা হল।

ওমিক্রন আতঙ্ক এখন দেশজুড়ে ৷ দক্ষিণ আফ্রিকা-সহ আরও বেশ কিছু ওমিক্রনের ‘রেড অ্যালার্ট’ তালিকাভুক্ত দেশগুলির সঙ্গে সরাসরি বিমান কানেক্টিভিটি রয়েছে মুম্বইয়ের ৷ আর সেই কারণেই এই কড়াকড়ি। কারণ করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই মারাত্মক অবস্থায় ছিল মহারাষ্ট্র। ফলে কোন ঝুঁকি নিতে চাইছে না সরকার। ৩০ নভেম্বর একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মহারাষ্ট্রের যে কোনও শহরে ট্রাভেল করতে গেলে এখন সঙ্গে কোভিড আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

তবে মহারাষ্ট্রের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট রিপোর্ট শুধুমাত্র নন-ভ্যাকসিনেটেড যাত্রীদের ক্ষেত্রেই বাধ্যতামূলক ৷ কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে সে ক্ষেত্রে মহারাষ্ট্রের মধ্যে যাতায়াতে সমস্যা নেই।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

করোনা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়েও ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে গেছে মুম্বই সহ মহারাষ্ট্র। মৃত্যু ও সংক্রমণের তালিকায় শীর্ষে ছিল মারাঠাভূম।অনেক কড়াকড়ির পর রাজ্যের অবস্থাকে স্থীতিশীল অবস্থায় নিয়ে এসেছে ঠাকরে সরকার। এবার গোটা বিশ্বজুড়ে ফের দেখা দিয়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে আর সব রকম ঝুঁকি এড়াতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সরকার।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন আতঙ্ক! এবার মহারাষ্ট্রে আসতে হলে মেনে চলতে হবে এই বিশেষ নিয়ম

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার প্রথম ঢেউয়ের মতোই আস্তে আস্তে জাল বিস্তার করছে ওমিক্রন। ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালানোর কথা থাকলেও তা আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র। মহারাষ্ট্রের যে কোনও শহরে বিমানযাত্রা নিয়ে এখন আরও কড়াকড়ি রাজ্যের সরকার। এবার   ডোমেস্টিক যাত্রীদেরও মুম্বই-সহ মহারাষ্ট্রের যে কোনও শহরে ঢুকতে গেলে কোভিড আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্ট এখন বাধ্যতামূলক করা হল।

ওমিক্রন আতঙ্ক এখন দেশজুড়ে ৷ দক্ষিণ আফ্রিকা-সহ আরও বেশ কিছু ওমিক্রনের ‘রেড অ্যালার্ট’ তালিকাভুক্ত দেশগুলির সঙ্গে সরাসরি বিমান কানেক্টিভিটি রয়েছে মুম্বইয়ের ৷ আর সেই কারণেই এই কড়াকড়ি। কারণ করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই মারাত্মক অবস্থায় ছিল মহারাষ্ট্র। ফলে কোন ঝুঁকি নিতে চাইছে না সরকার। ৩০ নভেম্বর একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মহারাষ্ট্রের যে কোনও শহরে ট্রাভেল করতে গেলে এখন সঙ্গে কোভিড আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

তবে মহারাষ্ট্রের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট রিপোর্ট শুধুমাত্র নন-ভ্যাকসিনেটেড যাত্রীদের ক্ষেত্রেই বাধ্যতামূলক ৷ কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে সে ক্ষেত্রে মহারাষ্ট্রের মধ্যে যাতায়াতে সমস্যা নেই।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

করোনা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়েও ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে গেছে মুম্বই সহ মহারাষ্ট্র। মৃত্যু ও সংক্রমণের তালিকায় শীর্ষে ছিল মারাঠাভূম।অনেক কড়াকড়ির পর রাজ্যের অবস্থাকে স্থীতিশীল অবস্থায় নিয়ে এসেছে ঠাকরে সরকার। এবার গোটা বিশ্বজুড়ে ফের দেখা দিয়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে আর সব রকম ঝুঁকি এড়াতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সরকার।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের