২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে ফের এক নম্বরে টিম ইন্ডিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্কঃ  ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ১-০ হারিয়েছে ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের ফলে – টেস্ট ক্রিকেটে ফের  এক নম্বর স্থানে চলে এল টিম ইন্ডিয়া। সোমবার আইসিসি যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে– তাতে  ভারতের রেটিং পয়েন্ট ১২৪– দু’নম্বরে থাকা কিউয়িদের পয়েন্ট ১২১। তাদের অনেক পিছনে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ১০৮  রেটিং পয়েন্ট নিয়ে অজিরা রয়েছে  তিনে এবং ইংল্যান্ডের পয়েন্ট ১০৭।

২০০৯ সাল থেকে গত ১২ বছরে সব মিলিয়ে মোট ৬৯ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে থেকেছে ভারতীয় দল।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

বর্তমানে  র‍্যাঙ্কিংয়ে প্রথম চারটি দল ছাড়া– বাকি দলগুলির মধ্যে কারও পয়েন্ট ১০০ পেরোতে পারেনি। পাঁচ থেকে দশ নম্বরের মধ্যে যথাক্রমে রয়েছে পাকিস্তান (৯২)– দক্ষিণ আফ্রিকা (৮৮)– শ্রীলঙ্কা (৮৩)– ওয়েস্ট ইন্ডিজ (৭৫)– বাংলাদেশ (৪৯) এবং জিম্বাবোয়ে (৩১)।

আরও পড়ুন: চাঁদের মাটিতে ভারত, ‘বিক্রম’ এর সফল অবতরণে হাততালি বুমরাহ ব্রিগেডের

 

আরও পড়ুন: পরীক্ষায় অকৃতকার্য, লাল তালিকায়  ৪৮টি  গুরুত্বপূর্ণ ওষুধ

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেস্টে ফের এক নম্বরে টিম ইন্ডিয়া

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ১-০ হারিয়েছে ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের ফলে – টেস্ট ক্রিকেটে ফের  এক নম্বর স্থানে চলে এল টিম ইন্ডিয়া। সোমবার আইসিসি যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে– তাতে  ভারতের রেটিং পয়েন্ট ১২৪– দু’নম্বরে থাকা কিউয়িদের পয়েন্ট ১২১। তাদের অনেক পিছনে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ১০৮  রেটিং পয়েন্ট নিয়ে অজিরা রয়েছে  তিনে এবং ইংল্যান্ডের পয়েন্ট ১০৭।

২০০৯ সাল থেকে গত ১২ বছরে সব মিলিয়ে মোট ৬৯ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে থেকেছে ভারতীয় দল।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

বর্তমানে  র‍্যাঙ্কিংয়ে প্রথম চারটি দল ছাড়া– বাকি দলগুলির মধ্যে কারও পয়েন্ট ১০০ পেরোতে পারেনি। পাঁচ থেকে দশ নম্বরের মধ্যে যথাক্রমে রয়েছে পাকিস্তান (৯২)– দক্ষিণ আফ্রিকা (৮৮)– শ্রীলঙ্কা (৮৩)– ওয়েস্ট ইন্ডিজ (৭৫)– বাংলাদেশ (৪৯) এবং জিম্বাবোয়ে (৩১)।

আরও পড়ুন: চাঁদের মাটিতে ভারত, ‘বিক্রম’ এর সফল অবতরণে হাততালি বুমরাহ ব্রিগেডের

 

আরও পড়ুন: পরীক্ষায় অকৃতকার্য, লাল তালিকায়  ৪৮টি  গুরুত্বপূর্ণ ওষুধ