০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের কথা ভাবুন– কোহলিকে পরামর্শ কপিল দেবের

মাসুদ আলি
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 108

পুবের কলম ওয়েবডেস্ক :  বিরাট কোহলি এবং বিসিসিআইয়ের মধ্যে উদ্ভুত পরিস্থিতিতে বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সদ্য টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কোহলির প্রতি তাঁর পরামর্শ– ‘আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর এখন শুধু দেশের কথা ভাবুন।’

প্রসঙ্গত– দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বুধবার– ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের অধিনায়ক কোহলি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে দাবি করেন– তাঁকে কেউ টি-২০’ র ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেননি। পাশাপাশি এটাও দাবি করেন যে– দল ঘোষণার ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন – তাঁকে আর ওয়ানডে অধিনায়ক রাখা হচ্ছে না।
কোহলির একের পর এক বিস্ফোরণকে ভালো চোখে দেখছেন না কপিল দেব। ১৯৮৩‘র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন– ‘ এই মুহূর্তে কোহলির কারোর দিকে আঙুল তোলা উচিৎ নয়। কোহলি আর বোর্ডের মধ্যে কে ভুল আর কে ঠিক– সেটা কয়েকদিন পরে সামনে চলে আসবে। বোর্ডের প্রেসিডেন্টের গুরুত্ব যেমন অপরিসীম তেমনই দলের অধিনায়কও একটা বিরাট ব্যাপার। তবে জনসমক্ষে একজন অন্যজনের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে সেটা মোটেই কাম্য নয়। কোহলিকে বলতে চাই– আপনি সবকিছু ভুলে এখন শুধুমাত্র দেশের কথা ভাবুন। দক্ষিণ আফ্রিকায় নিজের ও দলের ূেলা নিয়ে ভাবুন। এমন গুরুত্বপূর্ন সফরের আগে এই ধরনের বিতর্ক তৈরি হওয়া মোটেই বাঞ্চনীয় নয়। ’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের কথা ভাবুন– কোহলিকে পরামর্শ কপিল দেবের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  বিরাট কোহলি এবং বিসিসিআইয়ের মধ্যে উদ্ভুত পরিস্থিতিতে বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সদ্য টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কোহলির প্রতি তাঁর পরামর্শ– ‘আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর এখন শুধু দেশের কথা ভাবুন।’

প্রসঙ্গত– দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বুধবার– ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের অধিনায়ক কোহলি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে দাবি করেন– তাঁকে কেউ টি-২০’ র ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেননি। পাশাপাশি এটাও দাবি করেন যে– দল ঘোষণার ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন – তাঁকে আর ওয়ানডে অধিনায়ক রাখা হচ্ছে না।
কোহলির একের পর এক বিস্ফোরণকে ভালো চোখে দেখছেন না কপিল দেব। ১৯৮৩‘র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন– ‘ এই মুহূর্তে কোহলির কারোর দিকে আঙুল তোলা উচিৎ নয়। কোহলি আর বোর্ডের মধ্যে কে ভুল আর কে ঠিক– সেটা কয়েকদিন পরে সামনে চলে আসবে। বোর্ডের প্রেসিডেন্টের গুরুত্ব যেমন অপরিসীম তেমনই দলের অধিনায়কও একটা বিরাট ব্যাপার। তবে জনসমক্ষে একজন অন্যজনের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে সেটা মোটেই কাম্য নয়। কোহলিকে বলতে চাই– আপনি সবকিছু ভুলে এখন শুধুমাত্র দেশের কথা ভাবুন। দক্ষিণ আফ্রিকায় নিজের ও দলের ূেলা নিয়ে ভাবুন। এমন গুরুত্বপূর্ন সফরের আগে এই ধরনের বিতর্ক তৈরি হওয়া মোটেই বাঞ্চনীয় নয়। ’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan