অশান্তির ফুটেজ থাকলে প্রকাশ্যে আনুন, ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থাঃ অভিষেক
- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 104
পুবের কলম, ওয়েবডেস্কঃ অশান্তিতে তৃণমূল জড়িয়ে থাকলে তার ফুটেজ থাকলে প্রকাশ্যে আনুন, ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে দল, এদিন সাংবাদিককদের মুখোমুখি হয়ে এই কথা বললেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউটে ভোট দিতে এসে এ কথা বললেন অভিষেক। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে প্রমাণ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। তবে
এদিন অভিষেক বলেন, তবে তৃণমূল কোথাও কোনও অশান্তি করেনি। বিরোধীদের এজেন্ট না থাকলে তৃণমূল কি করবে? এই দায় কি তৃণমূলের? ফল বুঝতে পেরেই মান বাঁচাতে এখন এই সব অজুহাত দিচ্ছে বিজেপি। পুলিশ সক্রিয়ভাবে কাজ করেছে বলে দাবি করেন অভিষেক।

উল্লেখ্য, সকাল থেকেই শুরু হয়েছে ১৪৪টি ওয়ার্ডে পুরভোট। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। সেই লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে শহরের স্পর্শকাতর বুথগুলি। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।
এদিকে প্রায় সব বুথেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। কোথাও বুথ জ্যাম করে রাখার অভিযোগ, আবার কোথাও সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। টাকি স্কুলে ঘটেছে বোমাবাজির ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন একজন ভোটার। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ব্রেবোন রোডের জৈন স্কুলের ভিতরে ছড়াল উত্তেজনা। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি। কিল, চড়, লাথি, ঘুসি সবই চলেই। এজেন্টকে মারধরের অভিযোগ। উত্তপ্ত থাকল ৩৬, ২২, ১০১, ৩২, ১৩, ১২১, ৫, ১০২, ১২৪, ৩৩ সহ আরও একাধিক ওয়ার্ড।
এখনও অশান্তি ছড়ানোর অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জয়েন্ট সিপি।










































