০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 114

পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল।আগামীকাল বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বরই অবসর  নেবেন বর্তমান সিপি  সৌমেন মিত্র।

১৯৯৪ ব্যাচের আইপিএস ক্যাডার বিনীত এই মুহুর্তে পুলিশের গোয়েন্দা দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা এডিজি  পদে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

কলকাতার নয়া কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জ্ঞানবন্ত সিংও। বিনীতের থেকে একবছরের সিনিয়র জ্ঞানবন্ত।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

উল্লেখ্য, সম্প্রতি সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফ। দেই সাফল্যই  কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত কে এক কদম এগিয়ে দিল বলে মনে করছেন শহরের সিনিয়র আইপিএসদের একাংশ।

আগামীকাল বেলা ১২টায় বর্তমান পুলিশ কমিশনারের থেকে দায়িত্ব বুঝে নেবেন বিনীত। কুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে । কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল।আগামীকাল বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বরই অবসর  নেবেন বর্তমান সিপি  সৌমেন মিত্র।

১৯৯৪ ব্যাচের আইপিএস ক্যাডার বিনীত এই মুহুর্তে পুলিশের গোয়েন্দা দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা এডিজি  পদে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

কলকাতার নয়া কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জ্ঞানবন্ত সিংও। বিনীতের থেকে একবছরের সিনিয়র জ্ঞানবন্ত।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

উল্লেখ্য, সম্প্রতি সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফ। দেই সাফল্যই  কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত কে এক কদম এগিয়ে দিল বলে মনে করছেন শহরের সিনিয়র আইপিএসদের একাংশ।

আগামীকাল বেলা ১২টায় বর্তমান পুলিশ কমিশনারের থেকে দায়িত্ব বুঝে নেবেন বিনীত। কুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে । কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব।