১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির কনভয়ের কাছে ভিড় জমান বিজেপি সমর্থকরাও! ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

মাসুদ আলি
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 39

পুবের কলম ওয়েবডেস্ক : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতি হয়েছে।দাবি কেন্দ্রীয় শাসক দল বিজেপির।এই ঘটনাকে তারা রাজনৈতিক ইস্যু করতে চাইছে। এই বিতর্ক যখন চরমে, সেই সময় প্রকাশ্যে এল বিজেপি সমর্থকদের একটি ভিডিও। যেখানে দেখা গেল, এসপিজি নিরাপত্তার বলয় থাকা সত্বেও সেদিন প্রধানমন্ত্রীর গাড়ির কয়েক মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি সমর্থকও।

ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির পতাকা হাতে কয়েকজন সমর্থক। তাঁদের মুখে ছিল ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান। গেরুয়া সমর্থকদের ওই দলটি প্রধানমন্ত্রীর কালো রংয়ের টয়োটা ফোর্টনার গাড়িটির কাছে গিয়ে স্লোগান দিতে থাকে। তাঁরা প্রায় রাস্তার উপরে উঠে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর গাড়ির চালক রাস্তার একপাশে সরিয়ে একপাশে নিয়ে যাচ্ছেন টয়োটা ফোর্টনারটিকে।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। যা ভারতের জন্য আন্তর্জাতিক লজ্জার কারণ হতে পারে।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

প্রধান বিচারপতি এন ভি রামানার  নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তে পাঞ্জাব সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে পৃথক তদন্তকারী দল গঠন করেছে, সেই তদন্তকারী দলগুলি আগামী সোমবার পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না। সোমবার হবে এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

বুধবার পঞ্জাবে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ প্রাথমিকভাবে ঠিক ছিল যে তিনি ভাতিন্দা থেকে হেলিকপ্টারে ফিরোজপুরে যাবেন ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে রওনা হন ৷ফিরোজপুরের কাছে একটি উড়ালপুলের উপর তাঁর কনভয় বিক্ষোভের জেরে আটকে যায় ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে দায়ের হয় মামলা ৷

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির কনভয়ের কাছে ভিড় জমান বিজেপি সমর্থকরাও! ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতি হয়েছে।দাবি কেন্দ্রীয় শাসক দল বিজেপির।এই ঘটনাকে তারা রাজনৈতিক ইস্যু করতে চাইছে। এই বিতর্ক যখন চরমে, সেই সময় প্রকাশ্যে এল বিজেপি সমর্থকদের একটি ভিডিও। যেখানে দেখা গেল, এসপিজি নিরাপত্তার বলয় থাকা সত্বেও সেদিন প্রধানমন্ত্রীর গাড়ির কয়েক মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি সমর্থকও।

ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির পতাকা হাতে কয়েকজন সমর্থক। তাঁদের মুখে ছিল ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান। গেরুয়া সমর্থকদের ওই দলটি প্রধানমন্ত্রীর কালো রংয়ের টয়োটা ফোর্টনার গাড়িটির কাছে গিয়ে স্লোগান দিতে থাকে। তাঁরা প্রায় রাস্তার উপরে উঠে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর গাড়ির চালক রাস্তার একপাশে সরিয়ে একপাশে নিয়ে যাচ্ছেন টয়োটা ফোর্টনারটিকে।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। যা ভারতের জন্য আন্তর্জাতিক লজ্জার কারণ হতে পারে।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

প্রধান বিচারপতি এন ভি রামানার  নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তে পাঞ্জাব সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে পৃথক তদন্তকারী দল গঠন করেছে, সেই তদন্তকারী দলগুলি আগামী সোমবার পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না। সোমবার হবে এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

বুধবার পঞ্জাবে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ প্রাথমিকভাবে ঠিক ছিল যে তিনি ভাতিন্দা থেকে হেলিকপ্টারে ফিরোজপুরে যাবেন ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে রওনা হন ৷ফিরোজপুরের কাছে একটি উড়ালপুলের উপর তাঁর কনভয় বিক্ষোভের জেরে আটকে যায় ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে দায়ের হয় মামলা ৷