০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনুব্রত মণ্ডল পেলেন লটারি! কি বললেন কেষ্ট ভক্তরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 44

দেবশ্রী মজুমদার, বোলপুর, কেষ্ট পেল লটারি! এমন আজগুবি খবরে সরগরম জেলা। কারণ এই দাবিটি করেছে ডিয়ার লটারি  ওয়েব সাইট।  যার নামে পুরস্কারের ঘোষণা সেই অনুব্রত ওরফে কেষ্ট তার ঘনিষ্ট মহল উড়িয়ে দিয়েছে এমন খবর। এদিকে এই ঘটনায় সোমবার দুপুর থেকে বীরভূম জেলায় চাঞ্চল্য।

একটি লটারি টিকিটের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে যে ডিসেম্বর মাসের তাদের লটারিতে এক কোটি টাকা পেয়েছেন  বোলপুরের, বীরভূমের, অনুব্রত মণ্ডল। তার ছবি দিয়েই সেই খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক হিংসা মামলায় হাজিরা অনুব্রতর, বললেন, ‘আমি নির্দোষ’

তাতে দাবি করা হয়েছে ৭ ডিসেম্বর ২০২১, রাত্রি ৮টার খেলায় 89H 54045, এই নম্বরের টিকিটে প্রথম পুরস্কার, এক কোটি টাকা পেয়েছে এবং এই টিকিটের মালিক বীরভুমের বোলপুরের অনুব্রত মণ্ডল। যার টিকিট মূল্য ছিল ছয় টাকা।

আরও পড়ুন: ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত, সিউড়ির বাড়িতেই ‘ বেডরেস্টে’

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের ছবি দিয়েই সেই দাবি ডিয়ার লটারি টিকিটের নিজস্ব ওয়েবসাইটে করা হয়েছে। যেটা আজ সোমবার ১৭ জানুয়ারি দুপুর ১টার ফলাফলে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: হাজিরা এড়াতে চেয়েছিলেন কেষ্ট, এসএসকেএম ঘুরে নিজামে আসুন জানিয়ে দিল সিবিআই

এর পরেই জেলাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠজনরা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, “লটারি টিকিট কেনার অভ্যাস কেষ্ট দার নেই।”

তাহলে এমন দাবি কি ভাবে অফিসিয়ালি ঘোষণা করেন ওই লটারি টিকিটের কর্তৃপক্ষ।  এটা নিয়েও উঠেছে জোর প্রশ্ন।

এই “ভুয়ো” দাবির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে চলেছেন কিনা অনুব্রত মণ্ডল তা এখনও জানাননি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুব্রত মণ্ডল পেলেন লটারি! কি বললেন কেষ্ট ভক্তরা

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

দেবশ্রী মজুমদার, বোলপুর, কেষ্ট পেল লটারি! এমন আজগুবি খবরে সরগরম জেলা। কারণ এই দাবিটি করেছে ডিয়ার লটারি  ওয়েব সাইট।  যার নামে পুরস্কারের ঘোষণা সেই অনুব্রত ওরফে কেষ্ট তার ঘনিষ্ট মহল উড়িয়ে দিয়েছে এমন খবর। এদিকে এই ঘটনায় সোমবার দুপুর থেকে বীরভূম জেলায় চাঞ্চল্য।

একটি লটারি টিকিটের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে যে ডিসেম্বর মাসের তাদের লটারিতে এক কোটি টাকা পেয়েছেন  বোলপুরের, বীরভূমের, অনুব্রত মণ্ডল। তার ছবি দিয়েই সেই খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক হিংসা মামলায় হাজিরা অনুব্রতর, বললেন, ‘আমি নির্দোষ’

তাতে দাবি করা হয়েছে ৭ ডিসেম্বর ২০২১, রাত্রি ৮টার খেলায় 89H 54045, এই নম্বরের টিকিটে প্রথম পুরস্কার, এক কোটি টাকা পেয়েছে এবং এই টিকিটের মালিক বীরভুমের বোলপুরের অনুব্রত মণ্ডল। যার টিকিট মূল্য ছিল ছয় টাকা।

আরও পড়ুন: ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত, সিউড়ির বাড়িতেই ‘ বেডরেস্টে’

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের ছবি দিয়েই সেই দাবি ডিয়ার লটারি টিকিটের নিজস্ব ওয়েবসাইটে করা হয়েছে। যেটা আজ সোমবার ১৭ জানুয়ারি দুপুর ১টার ফলাফলে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: হাজিরা এড়াতে চেয়েছিলেন কেষ্ট, এসএসকেএম ঘুরে নিজামে আসুন জানিয়ে দিল সিবিআই

এর পরেই জেলাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠজনরা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, “লটারি টিকিট কেনার অভ্যাস কেষ্ট দার নেই।”

তাহলে এমন দাবি কি ভাবে অফিসিয়ালি ঘোষণা করেন ওই লটারি টিকিটের কর্তৃপক্ষ।  এটা নিয়েও উঠেছে জোর প্রশ্ন।

এই “ভুয়ো” দাবির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে চলেছেন কিনা অনুব্রত মণ্ডল তা এখনও জানাননি।