১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩৫০০ রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্ক : ­ ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধের মুখে অন্তত ৩৫০০ রুশ সামরিক কর্মী নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার ১০টি বিমান ও ৮০টি ট্যাংক ধ্বংস হয়েছে। রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। তাদের অবস্থান এখন পার্লামেন্ট ভবনের কয়েক কিলোমিটারের মধ্যে। বিমানবন্দর এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবু বিনা লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। রুশ বাহিনীকে পাল্টা আঘাত করছে কিয়েভ বাহিনী।

 

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

শুরুতে লড়াইয়ে ন্যাটোসদস্য দেশগুলোকে পাশে পাওয়ার আশা ছিল ইউক্রেনের। তবে রাশিয়ার হামলা শুরু হতেই সেই মোহ ভেঙেছে। ইউক্রেনকে জানানো হয়েছে, ন্যাটোর সদস্য না হওয়ায় তাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না। তারপর থেকে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও সামরিক সরঞ্জামের দখল নিয়েছে তারা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক সেনা ক্যাম্প। তবে পাল্টা আঘাত করছে ইউক্রেনও। ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার ৫১৬টি সেনা যান। সাতটি হেলিকপ্টার, ১০টি বিমান, প্রায় ৮০টি ট্যাঙ্ক এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। অবশ্য ইউক্রেনের এ দাবির সত্যতা কেউ যাচাই করেনি।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

 

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৫০০ রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ­ ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধের মুখে অন্তত ৩৫০০ রুশ সামরিক কর্মী নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার ১০টি বিমান ও ৮০টি ট্যাংক ধ্বংস হয়েছে। রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। তাদের অবস্থান এখন পার্লামেন্ট ভবনের কয়েক কিলোমিটারের মধ্যে। বিমানবন্দর এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবু বিনা লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। রুশ বাহিনীকে পাল্টা আঘাত করছে কিয়েভ বাহিনী।

 

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

শুরুতে লড়াইয়ে ন্যাটোসদস্য দেশগুলোকে পাশে পাওয়ার আশা ছিল ইউক্রেনের। তবে রাশিয়ার হামলা শুরু হতেই সেই মোহ ভেঙেছে। ইউক্রেনকে জানানো হয়েছে, ন্যাটোর সদস্য না হওয়ায় তাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না। তারপর থেকে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও সামরিক সরঞ্জামের দখল নিয়েছে তারা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক সেনা ক্যাম্প। তবে পাল্টা আঘাত করছে ইউক্রেনও। ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার ৫১৬টি সেনা যান। সাতটি হেলিকপ্টার, ১০টি বিমান, প্রায় ৮০টি ট্যাঙ্ক এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। অবশ্য ইউক্রেনের এ দাবির সত্যতা কেউ যাচাই করেনি।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

 

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের