০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই’ নন্দীগ্রাম দিবসে ট্যুইট করে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 95

পুবের কলম, ওয়েবডেস্কঃ নন্দীগ্রাম দিবসে কৃষকদের ট্যুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালের ১৪ মার্চ। আজ সেই ঐতিহাসিক দিন। আজকের এই দিনে বাম জমানায় পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম উঠে এসেছিল গোটা বিশ্বের নজরে। আর ২০০৭ সালের নন্দীগ্রামের সামান্য এক কৃষক আন্দোলন ঘটিয়ে দিয়েছিল বাংলার সরকারের পরিবর্তন। ২০০৭ সালের ১৪ মার্চ কমপক্ষে তিন হাজার সশস্ত্র পুলিশ ও সিপিএম-এর ক্যাডারবাহিনী এক সম্মিলিত অভিযান চালায় নন্দীগ্রামে। এই সংঘাতে প্রাণ হারান চোদ্দোজন গ্রামবাসী।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

২০০৮ সাল থেকে দিনটিকে নন্দীগ্রাম দিবস পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।  তবে গত বছর এই নন্দীগ্রাম দিবসের দিন থেকেই শুভেন্দু অধিকারীর শিবির বদলের ক্ষেত্রে কিছুটা বদল দেখেছে নন্দীগ্রাম তথা বঙ্গবাসী।

সোমবার ট্যুইট করে নন্দীগ্রামের নিহত গ্রামবাসীদের শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন,  প্রতি বছর ১৪ মার্চ কৃষক দিবস হিসাবে আমরা পালন করি। ২০০৭ সালে পুলিশের গুলিতে যাঁরা প্রাণ দিয়েছেন সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে  তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকের প্রতি শ্রদ্ধা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই’ নন্দীগ্রাম দিবসে ট্যুইট করে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ নন্দীগ্রাম দিবসে কৃষকদের ট্যুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালের ১৪ মার্চ। আজ সেই ঐতিহাসিক দিন। আজকের এই দিনে বাম জমানায় পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম উঠে এসেছিল গোটা বিশ্বের নজরে। আর ২০০৭ সালের নন্দীগ্রামের সামান্য এক কৃষক আন্দোলন ঘটিয়ে দিয়েছিল বাংলার সরকারের পরিবর্তন। ২০০৭ সালের ১৪ মার্চ কমপক্ষে তিন হাজার সশস্ত্র পুলিশ ও সিপিএম-এর ক্যাডারবাহিনী এক সম্মিলিত অভিযান চালায় নন্দীগ্রামে। এই সংঘাতে প্রাণ হারান চোদ্দোজন গ্রামবাসী।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

২০০৮ সাল থেকে দিনটিকে নন্দীগ্রাম দিবস পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।  তবে গত বছর এই নন্দীগ্রাম দিবসের দিন থেকেই শুভেন্দু অধিকারীর শিবির বদলের ক্ষেত্রে কিছুটা বদল দেখেছে নন্দীগ্রাম তথা বঙ্গবাসী।

সোমবার ট্যুইট করে নন্দীগ্রামের নিহত গ্রামবাসীদের শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন,  প্রতি বছর ১৪ মার্চ কৃষক দিবস হিসাবে আমরা পালন করি। ২০০৭ সালে পুলিশের গুলিতে যাঁরা প্রাণ দিয়েছেন সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে  তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকের প্রতি শ্রদ্ধা।