২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড টিকা হিসাবে ছাড়পত্র পেল বিশ্বে প্রথম ন্যাজাল স্প্রে

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
  • / 39

 পুবের কলম প্রতিবেদক : বিশ্বের প্রথম ন্যাজাল স্প্রে কোভিড টিকা হিসাবে ছাড়পত্র পেল রাশিয়ার স্পুটনিক। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে এই খবর জানানো হয়েছে। ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় স্পুটনিকের ন্যাজাল ভার্সান রেজিস্টার করেছে । কোভিডের বিরুদ্ধে বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন এটি।’এর আগে রাশিয়ার নিউজ এজেন্সি তাস জানিয়েছিল যে, আর তিন থেকে চার মাসের মধ্যে নাগরিকদের জন্য ছাড়পত্র পাবে ন্যাজাল ভ্যাকসিন। এবিষয়ে রাশিয়ার গামালেয়া সেন্টারের আলেক্সান্ডার গিন্টসবার্গকে উল্লেখ করে বক্তব্য রেখেছিল তাস। এর আগে অক্টোবরে গামালেয়া সেন্টারকে এই টিকার দ্বিতীয় ট্রায়ালের জন্য অনুমোদন দেয় রাশিয়া। আর এই অনুমোদন ছিল স্পুটনিককে ন্যাজাল স্প্রে হিসাবে কার্যকরী করার বিষয়ে। এদিকে, রাশিয়া যেদিন স্পুটনিকের ন্যাজাল স্প্রে নিয়ে বার্তা দিয়েছে , সেদিনই জানা গিয়েছে, যে ওমিক্রনের আরও এক নতুন স্ট্রেন মিউটেট হয়ে আক্রমণ শানাতে চলেছে। একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউিএইচও।

 

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড টিকা হিসাবে ছাড়পত্র পেল বিশ্বে প্রথম ন্যাজাল স্প্রে

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

 পুবের কলম প্রতিবেদক : বিশ্বের প্রথম ন্যাজাল স্প্রে কোভিড টিকা হিসাবে ছাড়পত্র পেল রাশিয়ার স্পুটনিক। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে এই খবর জানানো হয়েছে। ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় স্পুটনিকের ন্যাজাল ভার্সান রেজিস্টার করেছে । কোভিডের বিরুদ্ধে বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন এটি।’এর আগে রাশিয়ার নিউজ এজেন্সি তাস জানিয়েছিল যে, আর তিন থেকে চার মাসের মধ্যে নাগরিকদের জন্য ছাড়পত্র পাবে ন্যাজাল ভ্যাকসিন। এবিষয়ে রাশিয়ার গামালেয়া সেন্টারের আলেক্সান্ডার গিন্টসবার্গকে উল্লেখ করে বক্তব্য রেখেছিল তাস। এর আগে অক্টোবরে গামালেয়া সেন্টারকে এই টিকার দ্বিতীয় ট্রায়ালের জন্য অনুমোদন দেয় রাশিয়া। আর এই অনুমোদন ছিল স্পুটনিককে ন্যাজাল স্প্রে হিসাবে কার্যকরী করার বিষয়ে। এদিকে, রাশিয়া যেদিন স্পুটনিকের ন্যাজাল স্প্রে নিয়ে বার্তা দিয়েছে , সেদিনই জানা গিয়েছে, যে ওমিক্রনের আরও এক নতুন স্ট্রেন মিউটেট হয়ে আক্রমণ শানাতে চলেছে। একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউিএইচও।

 

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন