০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

SSC: সব মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
  • / 24

পুবের কলম প্রতিবেদক: বিগত কয়েক বছর ধরে নানান বির্তকে জড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নিয়োগ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ।

যা নিয়ে এক বিচারপতি ক্ষোভও প্রকাশ করেন। অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্রুপ-ডি, গ্রুপ-সি, এসএলএসটির সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

এ দিন এসএসসি নিয়ে মামলা ছিল। তবে সরে দাঁড়ান বিচারপতি হরিশ ট্যান্ডন। স্বাভাবিকভাবে এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যের মৌখিক আবেদনে স্থগিতাদেশের অনুমতি দিল না ওই বেঞ্চ। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ওই চার সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাকে চ্যালেঞ্জ করে চার সদস্য ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন।

এসএসসির নিয়োগে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। চলছে একাধিক মামলা। বেশ কিছু মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। সেগুলির ক্ষেত্রে রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।

যা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করেন। তাতে বলা হয়- বারেবারে তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।

এভাবে একক বেঞ্চে হাত বাঁধা হচ্ছে। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণও করেন। তারপরই সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SSC: সব মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: বিগত কয়েক বছর ধরে নানান বির্তকে জড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নিয়োগ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ।

যা নিয়ে এক বিচারপতি ক্ষোভও প্রকাশ করেন। অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্রুপ-ডি, গ্রুপ-সি, এসএলএসটির সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

এ দিন এসএসসি নিয়ে মামলা ছিল। তবে সরে দাঁড়ান বিচারপতি হরিশ ট্যান্ডন। স্বাভাবিকভাবে এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যের মৌখিক আবেদনে স্থগিতাদেশের অনুমতি দিল না ওই বেঞ্চ। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ওই চার সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাকে চ্যালেঞ্জ করে চার সদস্য ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন।

এসএসসির নিয়োগে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। চলছে একাধিক মামলা। বেশ কিছু মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। সেগুলির ক্ষেত্রে রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।

যা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করেন। তাতে বলা হয়- বারেবারে তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।

এভাবে একক বেঞ্চে হাত বাঁধা হচ্ছে। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণও করেন। তারপরই সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।