০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার
  • / 32

ফের ট্যাংরার কারখানাতে বিধ্বংসী আগুন

পুবের কলম ওয়েবডেস্ক : ফের বিধ্বংসী আগুন ট্যাংরায়। এবার আগুন লাগল ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঝুপড়িতে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁচেছে ১০ টি দমকলের ইঞ্জিন। কি কারণে আগুন লেগেছে এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে যে , একাধিক গ্যাস সিলেন্ডার ফেটে হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলেই মনে করা হচ্ছে। ট্যাংরায় এই আগুন লাগার ঘটনা প্রথম নয়, মাস খানেক আগে ট্যাংরার এক কারখানাতে বিধ্বংসী আগুন লাগে। তার পর আবার এই ঝুপড়িতে আগুন লাগে। বারবার ট্যাংরার মত সংকীর্ণ এলাকায় কেন আগুন লাগছে তা ভাবাচ্ছে বহু মানুষকে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ঢুকতেও অনেক সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেড় ঘণ্টা কেটে হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আরও পড়ুন: পোদ্দার কোর্টের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে হঠাৎ করেই ট্যাংরার ক্রিস্টোফার রোডের বসতি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বোঝার আগেই কালো ধোঁয়ায় ছড়িয়ে পরে এলাকা জুড়ে। চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই বেশ কয়েকটি ঘর বাড়ি পুরে ছাই হয়ে যায়। ছড়িয়ে পরে আগুনের লেলিহান শিখা। এই তীব্রতা এতটাই ভয়াবহ যে, শিয়ালদহ স্টেশন থেকে দেখা যাচ্ছে আগুনের শিখা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন ব্যক্তির

প্রথমে ঘটনা স্থলে দুটি দমকল ইঞ্জিন পাঠানো হলেও, পরে ধীরে ধীরে আরও বেশ কয়েকটি দমকল ইঞ্জিন পাঠানো হয়। আপাতত ১০ টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে জানা যাচ্ছে।দমকল সূত্রে খবর, ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নেভাতে প্রাথমিক ভাবে সমস্যা হলেও, পরে নিজেদের গতি বাড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় ছড়ানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্যাংরায় বিধ্বংসী আগুন­ জান-মাল রক্ষার জন্য আযান- সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ফের বিধ্বংসী আগুন ট্যাংরায়। এবার আগুন লাগল ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঝুপড়িতে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁচেছে ১০ টি দমকলের ইঞ্জিন। কি কারণে আগুন লেগেছে এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে যে , একাধিক গ্যাস সিলেন্ডার ফেটে হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলেই মনে করা হচ্ছে। ট্যাংরায় এই আগুন লাগার ঘটনা প্রথম নয়, মাস খানেক আগে ট্যাংরার এক কারখানাতে বিধ্বংসী আগুন লাগে। তার পর আবার এই ঝুপড়িতে আগুন লাগে। বারবার ট্যাংরার মত সংকীর্ণ এলাকায় কেন আগুন লাগছে তা ভাবাচ্ছে বহু মানুষকে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ঢুকতেও অনেক সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেড় ঘণ্টা কেটে হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আরও পড়ুন: পোদ্দার কোর্টের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে হঠাৎ করেই ট্যাংরার ক্রিস্টোফার রোডের বসতি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বোঝার আগেই কালো ধোঁয়ায় ছড়িয়ে পরে এলাকা জুড়ে। চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই বেশ কয়েকটি ঘর বাড়ি পুরে ছাই হয়ে যায়। ছড়িয়ে পরে আগুনের লেলিহান শিখা। এই তীব্রতা এতটাই ভয়াবহ যে, শিয়ালদহ স্টেশন থেকে দেখা যাচ্ছে আগুনের শিখা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন ব্যক্তির

প্রথমে ঘটনা স্থলে দুটি দমকল ইঞ্জিন পাঠানো হলেও, পরে ধীরে ধীরে আরও বেশ কয়েকটি দমকল ইঞ্জিন পাঠানো হয়। আপাতত ১০ টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে জানা যাচ্ছে।দমকল সূত্রে খবর, ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নেভাতে প্রাথমিক ভাবে সমস্যা হলেও, পরে নিজেদের গতি বাড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় ছড়ানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্যাংরায় বিধ্বংসী আগুন­ জান-মাল রক্ষার জন্য আযান- সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো