১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রুশ-মার্কিন যুদ্ধের আশঙ্কা ক্রেমলিনের

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 80

পুবের কলম ওয়েবডেস্কঃ যেকোনও মুহূর্তে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। এমন আশঙ্কা করছে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মনে করে, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক বর্তমানে খুব নাজুক অবস্থায় রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ও আমেরিকাকে ‘স্টার্ট’ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে হবে। তাঁর মতে, বিষয়টি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনা এড়ানোর কোনও কারণ নেই। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা ‘স্টার্ট’ চুক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের হ্রাস এবং সীমাবদ্ধতা সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি। চুক্তিটি ১৯৯১ সালের ৩১ জুলাই স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালের ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়। চুক্তিতে বলা হয়, ৬০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড এবং ১৬০০-র বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও বোমারু বিমান রাখা যাবে না। স্টার্ট ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে জটিল অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। ২০০১ সালের শেষ দিকে এর চূড়ান্ত বাস্তবায়নের ফলে তখনকার সমস্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ১৯৮২ সালের মে মাসে জেনেভাতে এক ভাষণে ‘স্টার্ট’ নিয়ে প্রথম প্রস্তাব রেখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রথম ধাপে যেকোনও ক্ষেপণাস্ত্রের সামগ্রিক ওয়ারহেডের সংখ্যা ৫ হাজারে কমিয়ে আনতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় বছরে পড়ল রুশ-ইউক্রেন যুদ্ধ শান্তি ফিরবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ-মার্কিন যুদ্ধের আশঙ্কা ক্রেমলিনের

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যেকোনও মুহূর্তে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। এমন আশঙ্কা করছে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মনে করে, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক বর্তমানে খুব নাজুক অবস্থায় রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ও আমেরিকাকে ‘স্টার্ট’ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে হবে। তাঁর মতে, বিষয়টি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনা এড়ানোর কোনও কারণ নেই। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা ‘স্টার্ট’ চুক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের হ্রাস এবং সীমাবদ্ধতা সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি। চুক্তিটি ১৯৯১ সালের ৩১ জুলাই স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালের ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়। চুক্তিতে বলা হয়, ৬০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড এবং ১৬০০-র বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও বোমারু বিমান রাখা যাবে না। স্টার্ট ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে জটিল অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। ২০০১ সালের শেষ দিকে এর চূড়ান্ত বাস্তবায়নের ফলে তখনকার সমস্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ১৯৮২ সালের মে মাসে জেনেভাতে এক ভাষণে ‘স্টার্ট’ নিয়ে প্রথম প্রস্তাব রেখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রথম ধাপে যেকোনও ক্ষেপণাস্ত্রের সামগ্রিক ওয়ারহেডের সংখ্যা ৫ হাজারে কমিয়ে আনতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় বছরে পড়ল রুশ-ইউক্রেন যুদ্ধ শান্তি ফিরবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ?