০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের গৌড়েশ্বর নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
  • / 103

ইনামুল হক, বসিরহাটঃ মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ।  হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর ঘটনা।  মৎস্যজীবী সুচিত্রা মল্লিক ও স্বামী বিশ্বনাথ মল্লিক  দিনরাত নদীতে জাল পেতে  মাছ ধরে রুজি রোজগার করে।

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

শুক্র বৃহস্পতিবার   রাতে নদীতে জাল পাতলে তারা বুঝতে পারেন জাল এবং নৌকা কেঁপে উঠেছে। শুক্রবার  সকাল বেলায়  তারা জাল খোলার চেষ্টা করলে দেখতে পান বিশালাকার দেশি ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য ভিড় জমায় সাধারণমানুষ । বিশাল আকার এই মাছটিকে সাথে সাথে বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হয় একটি অটো ভাড়া করে।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার

 

আরও পড়ুন: সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী

বাজারে নিয়ে গিয়ে ওজন করা হলে দেখা যায় ২৫কিলো ৩০০ গ্রাম।  নিলামে এই মাছটির মোট দাম ওঠে ২৫ হাজার ৭৫০টাকা। মৎস্যজীবী সুচিত্রা মল্লিক  জানালেন, করোনা মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত সে রকম কোনো রুজি-রোজগার ভালো হয়নি। আজ এই মাছটি পেয়ে একটি মোটা অংকের টাকা আয় করতে পারলাম। এতে তিনি খুব খুশি। সেই সাথে সাথে এটাও জানালেন মৎস্যজীবীদের কোনো সুযোগ-সুবিধা বা পরিচয় পত্র এখনও পর্যন্ত সরকারি তরফে তিনি পাননি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনের গৌড়েশ্বর নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার

ইনামুল হক, বসিরহাটঃ মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকার ভেটকি মাছ।  হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর ঘটনা।  মৎস্যজীবী সুচিত্রা মল্লিক ও স্বামী বিশ্বনাথ মল্লিক  দিনরাত নদীতে জাল পেতে  মাছ ধরে রুজি রোজগার করে।

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

শুক্র বৃহস্পতিবার   রাতে নদীতে জাল পাতলে তারা বুঝতে পারেন জাল এবং নৌকা কেঁপে উঠেছে। শুক্রবার  সকাল বেলায়  তারা জাল খোলার চেষ্টা করলে দেখতে পান বিশালাকার দেশি ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য ভিড় জমায় সাধারণমানুষ । বিশাল আকার এই মাছটিকে সাথে সাথে বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হয় একটি অটো ভাড়া করে।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার

 

আরও পড়ুন: সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী

বাজারে নিয়ে গিয়ে ওজন করা হলে দেখা যায় ২৫কিলো ৩০০ গ্রাম।  নিলামে এই মাছটির মোট দাম ওঠে ২৫ হাজার ৭৫০টাকা। মৎস্যজীবী সুচিত্রা মল্লিক  জানালেন, করোনা মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত সে রকম কোনো রুজি-রোজগার ভালো হয়নি। আজ এই মাছটি পেয়ে একটি মোটা অংকের টাকা আয় করতে পারলাম। এতে তিনি খুব খুশি। সেই সাথে সাথে এটাও জানালেন মৎস্যজীবীদের কোনো সুযোগ-সুবিধা বা পরিচয় পত্র এখনও পর্যন্ত সরকারি তরফে তিনি পাননি।