শহরের ৭৫টি বাড়ি চিহ্নিত, ভেঙে ফেলা হবে বিপজ্জনক অংশ

- আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: শহরের ৭৫টি বাড়ির কিছু অংশ ভাঙছে কলকাতা পুরসভা। এই ভবনগুলির মধ্যে অনেক শতাব্দী পুরনো এবং যুগ যুগ ধরে মেরামত করা হয়নি। এই ধরণের বাড়িগুলিকে চিহ্নিত করে পুরনো ঝুলন্ত বারান্দা ও খসে পড়া দেওয়ালের পুরোটা ভেঙে ফেলা হচ্ছে। এই ধরণের বাড়িগুলিকে চিহ্নিত করতে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ সমীক্ষা চালায় পুরসভা। তাতেই ৭৫ টি বাড়ি চিহ্নিত হয়।
এই ৭৫ টি বাড়ির মধ্যে বরো ১ এ উত্তর কলকাতার ৩০টি বাড়ি রয়েছে। এছাড়া বরো ২ -র ৪ টি বাড়ি, বরো ৩-র ৩ টি বাড়ি, বরো ৪ -র ২৪ টি বাড়ি, বরো ১০ -র ৮ টি বাড়ি, বরো ১২ -র ৬ টি বাড়ি, বরো ১৩ -র একটি বাড়ি, বরো ১৪-র দুটি বাড়ির কিছু অংশ ভাঙা হয়েছে।
এছাড়া যাদবপুর, বেহালা এবং গার্ডেনরিচের কিছু বাড়ির অংশ ভাঙা হচ্ছে। সেক্ষেত্রে বরো ১৫ -র ৩ টি বাড়ি ও বরো ১৬ -র ২ টি বাড়ি ভাঙা হচ্ছে।