০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞানী হত্যা­: আমেরিকার কাছে ক্ষতিপূরণ চায় ইরান

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্কঃ পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য আমেরিকাকে ৪৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ইরানের এক আদালত। বিজ্ঞানী হত্যা মামলায় ইসরাইলকে সহযোগিতায় কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ইরানি আদালত। ইরানের তিন শহিদ পরমাণু বিজ্ঞানীর পরিবারের সদস্যরা এবং একজন আহত পরমাণু বিজ্ঞানী তেহরানের একটি আদালতে এই মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

বলা হয়, হত্যাকাণ্ডে ভিকটিমদের পরিবারের সদস্যরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। ইসরাইলি হামলায় বিভিন্ন সময় মার্কিন প্রশাসন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। আদালতের রায়ে বলা হয়, ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডে ইসরাইলের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

সেইসঙ্গে এসব হত্যাকাণ্ডে আমেরিকার অর্থনৈতিক ও সামরিক সহযোগিতারও প্রমাণ মিলেছে। এ ছাড়া বিভিন্ন সময় মার্কিন কংগ্রেস ইসরাইলের সমর্থনে আইনও পাস করেছে। মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও ট্রাম্প, প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও, প্রাক্তন ইরান বিষয়ক মার্কিন দূত ব্রায়ান হুক এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কার্টার-সহ ৩৭ জন মার্কিন নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 

তবে এ রায় কীভাবে বাস্তবায়িত হবে বা হওয়া সম্ভব আছে কি না, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানের প্রতিভাবান পরমাণু বিজ্ঞানীরা ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর গুপ্তচরদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সর্বশেষ হিসেবে ২০২০ সালের ২৭ নভেম্বর ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ নিহত হন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজ্ঞানী হত্যা­: আমেরিকার কাছে ক্ষতিপূরণ চায় ইরান

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য আমেরিকাকে ৪৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ইরানের এক আদালত। বিজ্ঞানী হত্যা মামলায় ইসরাইলকে সহযোগিতায় কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ইরানি আদালত। ইরানের তিন শহিদ পরমাণু বিজ্ঞানীর পরিবারের সদস্যরা এবং একজন আহত পরমাণু বিজ্ঞানী তেহরানের একটি আদালতে এই মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

বলা হয়, হত্যাকাণ্ডে ভিকটিমদের পরিবারের সদস্যরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। ইসরাইলি হামলায় বিভিন্ন সময় মার্কিন প্রশাসন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। আদালতের রায়ে বলা হয়, ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডে ইসরাইলের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

সেইসঙ্গে এসব হত্যাকাণ্ডে আমেরিকার অর্থনৈতিক ও সামরিক সহযোগিতারও প্রমাণ মিলেছে। এ ছাড়া বিভিন্ন সময় মার্কিন কংগ্রেস ইসরাইলের সমর্থনে আইনও পাস করেছে। মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও ট্রাম্প, প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও, প্রাক্তন ইরান বিষয়ক মার্কিন দূত ব্রায়ান হুক এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কার্টার-সহ ৩৭ জন মার্কিন নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 

তবে এ রায় কীভাবে বাস্তবায়িত হবে বা হওয়া সম্ভব আছে কি না, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানের প্রতিভাবান পরমাণু বিজ্ঞানীরা ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর গুপ্তচরদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সর্বশেষ হিসেবে ২০২০ সালের ২৭ নভেম্বর ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ নিহত হন।