১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শস্যগোলায়  মুখ্যমন্ত্রী, নেত্রীর কাট আউটে সেজেছে শহর বর্ধমান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
  • / 88

 

সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমান: আজ শস্যগোলায় পা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুপুরে পূর্ব বর্ধমান এবং রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বর্ধমান শহরে  দলেরও একটি সভা হওয়ার কথা। সূত্রের খবর, নেত্রীর হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে জেলার বেঙ্গল ফেথ হসপিটালের সামনে। দুপুর ২টো থেকে বর্ধমান হেল্থ সিটি গোদাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বুথকর্মীদের নিয়ে রাজনৈতিক সভা করবেন। নেত্রীর সভায় কয়েক লক্ষ মানুষের উপস্থিত হওয়ার সম্ভাবনা। জেলার সমস্ত বুথকর্মীদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি মূল মঞ্চ, তিনটি বড় সেডে দর্শক আসনের ব্যবস্থা করেন আয়োজক সংগঠন।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

অসংখ্য পুলিশ গোয়েন্দা দফতরের আধিকারিকের তত্ত্বাবধানে দু’দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ এবং দর্শক আসন প্রস্তুত। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্থানীয় পুরমাতা নাজমুন আরা, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, টিএমসিপি জেলা সভাপতি সেখ সাদ্দাম সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতির পুঙ্খনাপুঙ্খ খোঁজখবর নেন।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এদিকে, মুখ্যমন্ত্রীর আগমনের খবরে গোটা বর্ধমানজুড়ে সাজো সাজো রব। সর্বত্রই হোডিং, ফেস্টুন, ব্যানারে মুখ্যমন্ত্রীর কাট আউটে ভরিয়ে দেওয়া হয়েছে। বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট-সংলগ্ন বিল্ডিং নীল-সাদা রঙে রং করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের ছবি (লোগো) দিয়ে সাজানো হয়েছে। এদিন দুপুর ঠিক ২টোয় সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শস্যগোলায়  মুখ্যমন্ত্রী, নেত্রীর কাট আউটে সেজেছে শহর বর্ধমান

আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার

 

সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমান: আজ শস্যগোলায় পা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুপুরে পূর্ব বর্ধমান এবং রাজ্যের নানা প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বর্ধমান শহরে  দলেরও একটি সভা হওয়ার কথা। সূত্রের খবর, নেত্রীর হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে জেলার বেঙ্গল ফেথ হসপিটালের সামনে। দুপুর ২টো থেকে বর্ধমান হেল্থ সিটি গোদাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বুথকর্মীদের নিয়ে রাজনৈতিক সভা করবেন। নেত্রীর সভায় কয়েক লক্ষ মানুষের উপস্থিত হওয়ার সম্ভাবনা। জেলার সমস্ত বুথকর্মীদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি মূল মঞ্চ, তিনটি বড় সেডে দর্শক আসনের ব্যবস্থা করেন আয়োজক সংগঠন।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

অসংখ্য পুলিশ গোয়েন্দা দফতরের আধিকারিকের তত্ত্বাবধানে দু’দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ এবং দর্শক আসন প্রস্তুত। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্থানীয় পুরমাতা নাজমুন আরা, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, টিএমসিপি জেলা সভাপতি সেখ সাদ্দাম সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতির পুঙ্খনাপুঙ্খ খোঁজখবর নেন।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এদিকে, মুখ্যমন্ত্রীর আগমনের খবরে গোটা বর্ধমানজুড়ে সাজো সাজো রব। সর্বত্রই হোডিং, ফেস্টুন, ব্যানারে মুখ্যমন্ত্রীর কাট আউটে ভরিয়ে দেওয়া হয়েছে। বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট-সংলগ্ন বিল্ডিং নীল-সাদা রঙে রং করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের ছবি (লোগো) দিয়ে সাজানো হয়েছে। এদিন দুপুর ঠিক ২টোয় সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে