০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার এসপিজির ধাঁচেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা, নেতৃত্বে পীযূষ পান্ডে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 70

পুবের কলম ওয়েবডেস্কঃ ঢেলে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী কে   নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। সেই ধাঁচেই এবার নিরাপত্তা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়কে সরিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে এডিজি পদমর্যাদার আইপিএস অফিসার পীযূষ পান্ডেকে।

লালবাজার সূত্রের খবর আইপিএস পীযূষ পান্ডে বাংলা ক্যাডার থেকে দীর্ঘ সাত বছর  এসপিজি কমান্ডো হিসেবে কাজ করে এসেছেন। সেই জন্যই আইপিএস অফিসার পান্ডেকে  বিবেক পান্ডের জায়গায় নিয়ে  আসা হচ্ছে।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

এসপিজি কমান্ডোরা আক্ষরিক অর্থেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছায়ার মত থাকেন। এঁরা মার্শাল আর্টে অত্যন্ত দক্ষ হন। সবরকম আগ্নেয়াস্ত্র চালাতে পারেন এসপিজি গ্রুপের সদস্যরা।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মাত্র কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর বাসভবনে লোহার রড নিয়ে ঢুকে পড়েন একব্যক্তি। উত্তর ২৪  পরগণা জেলার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লাকে আপাতত  নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। এর মাঝেই চলছে পীযূস পান্ডের নেতৃত্বে ঢেলে সাজানো হবে মুখ্যমন্ত্রীর নিরপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার এসপিজির ধাঁচেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা, নেতৃত্বে পীযূষ পান্ডে

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঢেলে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী কে   নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। সেই ধাঁচেই এবার নিরাপত্তা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়কে সরিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে এডিজি পদমর্যাদার আইপিএস অফিসার পীযূষ পান্ডেকে।

লালবাজার সূত্রের খবর আইপিএস পীযূষ পান্ডে বাংলা ক্যাডার থেকে দীর্ঘ সাত বছর  এসপিজি কমান্ডো হিসেবে কাজ করে এসেছেন। সেই জন্যই আইপিএস অফিসার পান্ডেকে  বিবেক পান্ডের জায়গায় নিয়ে  আসা হচ্ছে।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

এসপিজি কমান্ডোরা আক্ষরিক অর্থেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছায়ার মত থাকেন। এঁরা মার্শাল আর্টে অত্যন্ত দক্ষ হন। সবরকম আগ্নেয়াস্ত্র চালাতে পারেন এসপিজি গ্রুপের সদস্যরা।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মাত্র কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর বাসভবনে লোহার রড নিয়ে ঢুকে পড়েন একব্যক্তি। উত্তর ২৪  পরগণা জেলার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লাকে আপাতত  নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। এর মাঝেই চলছে পীযূস পান্ডের নেতৃত্বে ঢেলে সাজানো হবে মুখ্যমন্ত্রীর নিরপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে