০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোর রেকর্ড পতন, ২০ বছরে হল সর্বনিম্ন

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 80

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় মুদ্রা ইউরোর দাম আরও কমল। ২০০২ সালের পর ইউরোর দাম সর্বনিম্নে ঠেকেছে। এখন ইউরোর মূল্য হল ১.০২৮১ ডলার। দুই দশকের মধ্যে ইউরোর দাম সবচেয়ে কমে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইইউ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে? ইউরোপের দেশগুলোতে এখন জিনিসের দাম আকাশছোঁয়া, ইউক্রেন যুদ্ধের ধাক্কায় অর্থনীতিও বেসামাল। ডলারের তুলনায় ইউরোর দাম মঙ্গলবার ১.৩ শতাংশ কমেছে।

 

আরও পড়ুন: অবশেষে বৃষ্টি নামল কলকাতার একাংশে

চলতি বছর ডলারের তুলনায় ইউরোর দাম আট শতাংশ কমেছে। এর পাশাপাশি, মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন ও প্যারিসে শেয়ার বাজার এক শতাংশ পড়ে গেছে। ফলে ইউরোপের আর্থিক সংকট নিয়ে মানুষের চিন্তা বেড়েছে। অন্য দেশের মুদ্রার অবস্থাও ভালো নয়। জাপানের ইয়েন, অস্ট্রেলিয়ার ডলারের দাম কমছে।

আরও পড়ুন: অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

 

আরও পড়ুন: মাসের শুরুতেই স্বস্তির খবর, এক ধাক্কায় ৮৩.৫০ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

ভারতেও রুপির দাম কমছে। উল্লেখ্য, ইউরো বিশ্বের সবচেয়ে পরিচিত এবং প্রচলিত মুদ্রা। এটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাধারণ মুদ্রা হিসেবে স্বীকৃত। ইইউ-এর ২৮টি সদস্য দেশের মধ্যে ১৯ দেশে এই মুদ্রার প্রচলন রয়েছে। যেসব দেশে ইউরো চলে তারা রয়েছে ‘ইউরোজোন’-এর মধ্যে। এছাড়া কসোভো, মন্টেনিগ্রো ও ভ্যাটিকান সিটিতেও ইউরোর চল রয়েছে। এখন ১৯টি ইউরোজোন দেশে মন্দার সম্ভাবনা বাড়ছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউরোর রেকর্ড পতন, ২০ বছরে হল সর্বনিম্ন

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় মুদ্রা ইউরোর দাম আরও কমল। ২০০২ সালের পর ইউরোর দাম সর্বনিম্নে ঠেকেছে। এখন ইউরোর মূল্য হল ১.০২৮১ ডলার। দুই দশকের মধ্যে ইউরোর দাম সবচেয়ে কমে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইইউ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে? ইউরোপের দেশগুলোতে এখন জিনিসের দাম আকাশছোঁয়া, ইউক্রেন যুদ্ধের ধাক্কায় অর্থনীতিও বেসামাল। ডলারের তুলনায় ইউরোর দাম মঙ্গলবার ১.৩ শতাংশ কমেছে।

 

আরও পড়ুন: অবশেষে বৃষ্টি নামল কলকাতার একাংশে

চলতি বছর ডলারের তুলনায় ইউরোর দাম আট শতাংশ কমেছে। এর পাশাপাশি, মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন ও প্যারিসে শেয়ার বাজার এক শতাংশ পড়ে গেছে। ফলে ইউরোপের আর্থিক সংকট নিয়ে মানুষের চিন্তা বেড়েছে। অন্য দেশের মুদ্রার অবস্থাও ভালো নয়। জাপানের ইয়েন, অস্ট্রেলিয়ার ডলারের দাম কমছে।

আরও পড়ুন: অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

 

আরও পড়ুন: মাসের শুরুতেই স্বস্তির খবর, এক ধাক্কায় ৮৩.৫০ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

ভারতেও রুপির দাম কমছে। উল্লেখ্য, ইউরো বিশ্বের সবচেয়ে পরিচিত এবং প্রচলিত মুদ্রা। এটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাধারণ মুদ্রা হিসেবে স্বীকৃত। ইইউ-এর ২৮টি সদস্য দেশের মধ্যে ১৯ দেশে এই মুদ্রার প্রচলন রয়েছে। যেসব দেশে ইউরো চলে তারা রয়েছে ‘ইউরোজোন’-এর মধ্যে। এছাড়া কসোভো, মন্টেনিগ্রো ও ভ্যাটিকান সিটিতেও ইউরোর চল রয়েছে। এখন ১৯টি ইউরোজোন দেশে মন্দার সম্ভাবনা বাড়ছে।