০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদানি গ্রুপকে সুবিধা দিতেই দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানো হচ্ছেঃ কংগ্রেস

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্কঃ কংগ্রেস বলেছে যে দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানোর জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত একটি অনন্য বন্ধু-সুবিধা মডেল যা আদানি গ্রুপের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন, তফ্রেন্ড-টু-বেনিফিট মডেলের তিনটি ধাপ রয়েছে , প্রথম ধাপ হল দেশের সমস্ত কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রকে ১০ শতাংশ বিদেশী কয়লা আমদানি করতে বলা, দ্বিতীয়ত আদানি থেকে ৪,০৩৫ কোটি টাকার ২,৪১৬ কয়লা আমদানি করা। যেখানে প্রতি টন ১৬,৭০০ টাকায় কয়লা আমদানি করা হচ্ছে, তৃতীয়ত এই কয়লা পাওয়ার প্লান্ট থেকে প্রতি টন ২০,০০০ টাকায় কিনতে।

আরও পড়ুন: ‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

আদানি গ্রুপকে সুবিধা দিতেই দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানো হচ্ছেঃ কংগ্রেস
অন্যদিকে, দেশীয় কয়লা প্রতি টন ১৭০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিদেশি কয়লা যদি কেনা হয় ৮ থেকে ১০ গুণ বেশি দামে। এতে দেশে বিদ্যুতের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। বল্লভ কহিল বলেন, কী ভাবনা! আপনি রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলিকে আদানি থেকে দামি কয়লা কেনার জন্য চাপ দিচ্ছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

অন্যদিকে দেশে কয়লার ঘাটতির কারণে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলিকে চিঠি লিখে জানায় যে, মোট কয়লা ব্যবহারের কমপক্ষে ১০ শতাংশ বিদেশী কয়লার সঙ্গে মেশানো উচিত। কয়লা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদানি গ্রুপকে সুবিধা দিতেই দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানো হচ্ছেঃ কংগ্রেস

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কংগ্রেস বলেছে যে দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানোর জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত একটি অনন্য বন্ধু-সুবিধা মডেল যা আদানি গ্রুপের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন, তফ্রেন্ড-টু-বেনিফিট মডেলের তিনটি ধাপ রয়েছে , প্রথম ধাপ হল দেশের সমস্ত কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রকে ১০ শতাংশ বিদেশী কয়লা আমদানি করতে বলা, দ্বিতীয়ত আদানি থেকে ৪,০৩৫ কোটি টাকার ২,৪১৬ কয়লা আমদানি করা। যেখানে প্রতি টন ১৬,৭০০ টাকায় কয়লা আমদানি করা হচ্ছে, তৃতীয়ত এই কয়লা পাওয়ার প্লান্ট থেকে প্রতি টন ২০,০০০ টাকায় কিনতে।

আরও পড়ুন: ‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

আদানি গ্রুপকে সুবিধা দিতেই দেশীয় কয়লার সঙ্গে বিদেশী কয়লা মেশানো হচ্ছেঃ কংগ্রেস
অন্যদিকে, দেশীয় কয়লা প্রতি টন ১৭০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিদেশি কয়লা যদি কেনা হয় ৮ থেকে ১০ গুণ বেশি দামে। এতে দেশে বিদ্যুতের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। বল্লভ কহিল বলেন, কী ভাবনা! আপনি রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলিকে আদানি থেকে দামি কয়লা কেনার জন্য চাপ দিচ্ছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

অন্যদিকে দেশে কয়লার ঘাটতির কারণে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলিকে চিঠি লিখে জানায় যে, মোট কয়লা ব্যবহারের কমপক্ষে ১০ শতাংশ বিদেশী কয়লার সঙ্গে মেশানো উচিত। কয়লা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi