০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেই সহায়ক, জেলে সেলের বাইরে জল ভরা ড্রাম থেকেই কোনমতে মগ দিয়ে কাকস্নান পার্থর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 106

file picture

পুবের কলম ওয়েবডেস্কঃ স্নান নিয়ে সমস্য যেন আর পিছু ছাড়ছেনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। এরপর থেকেই তাঁকে তাড়া করে ফিরছে স্নান সমস্যা। ১১১ কেজি ওজনের পার্থকে বাড়িতে স্নানে সহায়তা করার জন্য নিযুক্ত ছিলেন বিশেষ পরিচারক। কিন্তু সেই সব সুখের দিন এখন অতীত, এখন তিনি অভিযুক্ত, বিচারাধীন বন্দি। তবুও  ইডি হেফাজতে বেশ কয়েকদিন স্নান না করে থাকার পর পার্থকে স্নান করানোর ব্যবস্থা করেন ইডি আধিকারিকরা।

তবে এখন ১৪ দিনের জেল হেফাজতে আছেন এই ‘ হেভিওয়েট’ নেতা। জেলে বিশেষ কোন সুবিধা বরাদ্দ করা হয়নি পার্থর। আর পাঁচজন বন্দির মতই সকালে চা-পাউরুটি, বেলা ১২টায় ডাল-ভাত- সবজী আর রাত আটটায় মিলছে রুটি তরকারি। এই পর্যন্তও মানিয়ে নেন পার্থ। কিন্তু স্নান! ইডি হেফাজতে তবুও একটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু জেলে সবার জন্য বরাদ্দ স্নানাগারেই যেতে হচ্ছে। কিন্তু সূত্রের খবর পা ফুলেছে, তার ওপর স্নানে সহযোগিতা করারও কেউ নেই। তাই বাধ্য হয়েই নিজের সেলের বাইরে জেল কর্তৃপক্ষের দেওয়া ড্রাম ভরা জল মগ দিয়ে তুলে স্নান করতে বাধ্য হচ্ছেন একদা রাজ্যের  এই দাপুটে মন্ত্রী।

আরও পড়ুন: কুন্তল চিঠি মামলায় প্রেসিডেন্সি জেল সুপারকে তলব সিবিআইয়ের

আরও পড়ুন:   প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা করলেন ফাঁসির সাজাপ্রাপ্ত এক বন্দি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেই সহায়ক, জেলে সেলের বাইরে জল ভরা ড্রাম থেকেই কোনমতে মগ দিয়ে কাকস্নান পার্থর

আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্নান নিয়ে সমস্য যেন আর পিছু ছাড়ছেনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। এরপর থেকেই তাঁকে তাড়া করে ফিরছে স্নান সমস্যা। ১১১ কেজি ওজনের পার্থকে বাড়িতে স্নানে সহায়তা করার জন্য নিযুক্ত ছিলেন বিশেষ পরিচারক। কিন্তু সেই সব সুখের দিন এখন অতীত, এখন তিনি অভিযুক্ত, বিচারাধীন বন্দি। তবুও  ইডি হেফাজতে বেশ কয়েকদিন স্নান না করে থাকার পর পার্থকে স্নান করানোর ব্যবস্থা করেন ইডি আধিকারিকরা।

তবে এখন ১৪ দিনের জেল হেফাজতে আছেন এই ‘ হেভিওয়েট’ নেতা। জেলে বিশেষ কোন সুবিধা বরাদ্দ করা হয়নি পার্থর। আর পাঁচজন বন্দির মতই সকালে চা-পাউরুটি, বেলা ১২টায় ডাল-ভাত- সবজী আর রাত আটটায় মিলছে রুটি তরকারি। এই পর্যন্তও মানিয়ে নেন পার্থ। কিন্তু স্নান! ইডি হেফাজতে তবুও একটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু জেলে সবার জন্য বরাদ্দ স্নানাগারেই যেতে হচ্ছে। কিন্তু সূত্রের খবর পা ফুলেছে, তার ওপর স্নানে সহযোগিতা করারও কেউ নেই। তাই বাধ্য হয়েই নিজের সেলের বাইরে জেল কর্তৃপক্ষের দেওয়া ড্রাম ভরা জল মগ দিয়ে তুলে স্নান করতে বাধ্য হচ্ছেন একদা রাজ্যের  এই দাপুটে মন্ত্রী।

আরও পড়ুন: কুন্তল চিঠি মামলায় প্রেসিডেন্সি জেল সুপারকে তলব সিবিআইয়ের

আরও পড়ুন:   প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা করলেন ফাঁসির সাজাপ্রাপ্ত এক বন্দি