০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লিতে ইয়েদুরাপ্পা

সামিমা এহসানা
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 50

পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লি যাচ্ছেন ইয়েদুরাপ্পা। সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর। সফরকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই সফরে তিনি আরএসএসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বলেও মনে করা হচ্ছে।

ইয়েদুরাপ্পা জানিয়েছেন, শুক্রবার এবং শনিবার তিনি দিল্লিতেই থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনি সাক্ষাত করবেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাঁর নতুন দায়িত্বে তিনি কিভাবে কাজ করবেন, সেই সম্পর্কে পরামর্শ নেওয়ার জন্যই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সুযোগ পেলে তিনি আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের সঙ্গেও দেখা করবেন বলে জানান।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

দলীয় সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। ১৭ আগস্ট ৭৯ বছর বয়সী বিজেপির এই প্রবীণ নেতাকে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে নিয়োগ করা হয়েছে। û

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

 

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লিতে ইয়েদুরাপ্পা

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লি যাচ্ছেন ইয়েদুরাপ্পা। সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর। সফরকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই সফরে তিনি আরএসএসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বলেও মনে করা হচ্ছে।

ইয়েদুরাপ্পা জানিয়েছেন, শুক্রবার এবং শনিবার তিনি দিল্লিতেই থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনি সাক্ষাত করবেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাঁর নতুন দায়িত্বে তিনি কিভাবে কাজ করবেন, সেই সম্পর্কে পরামর্শ নেওয়ার জন্যই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সুযোগ পেলে তিনি আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের সঙ্গেও দেখা করবেন বলে জানান।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

দলীয় সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। ১৭ আগস্ট ৭৯ বছর বয়সী বিজেপির এই প্রবীণ নেতাকে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে নিয়োগ করা হয়েছে। û

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

 

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা