০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ভার্চুয়াল শুনানিতে পার্থ, ৪২ দিন আছেন হেফাজতে এবার মঞ্জুর হোক জামিন সওয়াল আইনজীবীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
  • / 139

file picture

পুবের কলম ওয়েবডেস্ক: ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।  তিনি অসুস্থ তাই যে কোন মূল্যে জামি মঞ্জুর করা হোক। প্রয়োজনে করা হোক গৃহবন্দি, ভার্চুয়াল শুনানিতে আর্জি পেশ করেলন আইনজীবী। উলেক্ষ্য গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। ৪২ দিন ধরে হেফাজতে আচ্ছেন পার্থ। শারীরিক কারনে পার্থকে রোজ মোট ১৭টি ওষুধ খেতে হয়। অন্যদিকে ইডির পক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে তদন্তে নেমে বহু ভুয়ো জমি বাড়ির নথির সন্ধান মিলেছে। তাই তদন্তের স্বার্থে  এখনই জামিন নয়। এ ছাড়াও এখনও ইডির নেকনজরে আছে ২৫ টি অ্যাকাউন্ট।

এরপর ১০ দিনের ইডি হেফাজতের পর আপাতত দু দফায় জেল হেফাজতে আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থর সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের স্বর্ণালঙ্কার।

আরও পড়ুন: “ ভালো নেই পার্থ” প্রেসিডেন্সি জেল থেকে আনা হল এসএসএকেমে

 

আরও পড়ুন: প্রেসিডেন্সিতে পার্থর ঠিকানা পয়লা বাইশ নম্বর ওয়ার্ড, কেমন কাটলো জেলে প্রথম রাত

আরও পড়ুন: রবিবাসরীয় দুপুরে পাঁঠার মাংস, শ্রাবণ সন্ধ্যায় তেলেভাজা, পার্থর বায়নায় নাজেহাল ইডি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ভার্চুয়াল শুনানিতে পার্থ, ৪২ দিন আছেন হেফাজতে এবার মঞ্জুর হোক জামিন সওয়াল আইনজীবীর

আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।  তিনি অসুস্থ তাই যে কোন মূল্যে জামি মঞ্জুর করা হোক। প্রয়োজনে করা হোক গৃহবন্দি, ভার্চুয়াল শুনানিতে আর্জি পেশ করেলন আইনজীবী। উলেক্ষ্য গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। ৪২ দিন ধরে হেফাজতে আচ্ছেন পার্থ। শারীরিক কারনে পার্থকে রোজ মোট ১৭টি ওষুধ খেতে হয়। অন্যদিকে ইডির পক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে তদন্তে নেমে বহু ভুয়ো জমি বাড়ির নথির সন্ধান মিলেছে। তাই তদন্তের স্বার্থে  এখনই জামিন নয়। এ ছাড়াও এখনও ইডির নেকনজরে আছে ২৫ টি অ্যাকাউন্ট।

এরপর ১০ দিনের ইডি হেফাজতের পর আপাতত দু দফায় জেল হেফাজতে আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থর সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের স্বর্ণালঙ্কার।

আরও পড়ুন: “ ভালো নেই পার্থ” প্রেসিডেন্সি জেল থেকে আনা হল এসএসএকেমে

 

আরও পড়ুন: প্রেসিডেন্সিতে পার্থর ঠিকানা পয়লা বাইশ নম্বর ওয়ার্ড, কেমন কাটলো জেলে প্রথম রাত

আরও পড়ুন: রবিবাসরীয় দুপুরে পাঁঠার মাংস, শ্রাবণ সন্ধ্যায় তেলেভাজা, পার্থর বায়নায় নাজেহাল ইডি