০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 জলবায়ু পরিবর্তন হয়েছে, আজাদ বিজেপির অনুগত সৈন হয়েছেন : জয়রাম রমেশ

সামিমা এহসানা
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 68

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমন করেন। কিন্তু প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন করেন না। একটি সাক্ষাৎকারে গুলাম নবী আজাদ এই মন্তব্য করার পর আজাদের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ওই সাক্ষাৎকারের একটি অংশ ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘ জলবায়ুর পরিবর্তন হয়েছে এবং তিনি (গুলাম নবী আজাদ) বিজেপির একজন বিশ্বস্ত সৈনিক হয়ে উঠেছেন।’

গুলাম নবী আজাদ ওই সাক্ষাৎকারে বলেছেন, ৭ বছর তিনি পার্লামেন্টে নরেন্দ্র মোদির নীতির বিরোধিতা করেছেন, কিন্তু কখনও ব্যক্তিগত আক্রমণ করেননি। রবিবার একটি র‌্যালিতে আজাদ বলেছেন, দশ দিনের মধ্যে তিনি তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উল্লেখ্য, গত মাসে আজাদ, সোনিয়া গান্ধিকে দীর্ঘ একটি চিঠিতে রাহুল গান্ধি এবং কংগ্রেসের বর্তমান নীতির সমালোচনা করে কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। সেই সময় মনে করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫ দশকের সম্পর্ক ভেঙে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন আজাদ। কিন্তু এই জল্পনা ভেস্তে দিয়ে আজাদ নতুন দল গঠনের ঘোষণা করেন। কংগ্রেসের প্রবীণ এই নেতার দল ছাড়ার ঘটনায় আখেরে কংগ্রেসেরই ক্ষতি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 জলবায়ু পরিবর্তন হয়েছে, আজাদ বিজেপির অনুগত সৈন হয়েছেন : জয়রাম রমেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমন করেন। কিন্তু প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন করেন না। একটি সাক্ষাৎকারে গুলাম নবী আজাদ এই মন্তব্য করার পর আজাদের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ওই সাক্ষাৎকারের একটি অংশ ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘ জলবায়ুর পরিবর্তন হয়েছে এবং তিনি (গুলাম নবী আজাদ) বিজেপির একজন বিশ্বস্ত সৈনিক হয়ে উঠেছেন।’

গুলাম নবী আজাদ ওই সাক্ষাৎকারে বলেছেন, ৭ বছর তিনি পার্লামেন্টে নরেন্দ্র মোদির নীতির বিরোধিতা করেছেন, কিন্তু কখনও ব্যক্তিগত আক্রমণ করেননি। রবিবার একটি র‌্যালিতে আজাদ বলেছেন, দশ দিনের মধ্যে তিনি তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উল্লেখ্য, গত মাসে আজাদ, সোনিয়া গান্ধিকে দীর্ঘ একটি চিঠিতে রাহুল গান্ধি এবং কংগ্রেসের বর্তমান নীতির সমালোচনা করে কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। সেই সময় মনে করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫ দশকের সম্পর্ক ভেঙে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন আজাদ। কিন্তু এই জল্পনা ভেস্তে দিয়ে আজাদ নতুন দল গঠনের ঘোষণা করেন। কংগ্রেসের প্রবীণ এই নেতার দল ছাড়ার ঘটনায় আখেরে কংগ্রেসেরই ক্ষতি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা