বোমারু বিমান বিধ্বস্ত, মৃত ১৩
- আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
- / 71
In this handout photo released by Kooperativ Telegram Channel, flames and smoke rise from the scene after a warplane crashed into a residential area in Yeysk, Russia, Monday, Oct. 17, 2022. The Russian military says one of its warplanes has crashed near an apartment building in Yeysk, a port city on the Sea of Azov, after experiencing engine failure on takeoff. The crash ignited a huge fire, killing at least four people, leaving six missing and injuring 21 others, eight of whom were in grave condition. One of the pilots, right, descends on a parachute. (Kooperativ Telegram Channel via AP)
পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে তিন শিশুও রয়েছে। ঘটনাস্থল থেকে ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সরিয়ে নেওয়া হয়েছে ৩৬০ জনের বেশি মানুষকে। সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এসইউ-৩৪ বোমারু বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবাসিক এলাকার একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের ওপরের দিকের কয়েকটি ফ্লোর ভেঙে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে।


















