০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে ইসলাম গ্রহণ আফ্রিকান তরুণীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 71

পুবের কলম ওয়েব ডেস্ক:  তুরস্কের বুরসা প্রদেশে হিলডা চেবেট রোটিচ নামের এক কেনিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম হয়েছে যায়নাব। বুধবার এ উপলক্ষে বুরসার কেন্দ্রীয় দারুল ইফতা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশটির ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান। এছাড়াও রাষ্ট্রীয় উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে বুরসা প্রদেশের ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান যায়নাবকে উদ্দেশ করে বলেন, ‘সত্যিকারের মুসলিম হওয়ার জন্য তোমাকে ঈমানের মৌলিক বিষয় গুলি শিখে নিতে হবে। জেনে নিতে হবে ইবাদতের নিয়ম-কানুন। জীবনকে ঢেলে ইসলামের রঙে সাজাতে হবে। এসব অল্পদিনে শেখা যাবে না। প্রতিনিয়ত শিখে যেতে হবে।’ এ সময় তিনি যায়নাবকে সবার সামনে ইসলাম কবুল করার আহ্বান জানান। এরপর যায়নাব কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণের ঘোষণা করেন। অনুষ্ঠানে যায়নাবকে নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়। উপহারের তালিকায় নবীজি সা.র জীবনী ও এক কপি পবিত্র কুরআন ছিল।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে ইসলাম গ্রহণ আফ্রিকান তরুণীর

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  তুরস্কের বুরসা প্রদেশে হিলডা চেবেট রোটিচ নামের এক কেনিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম হয়েছে যায়নাব। বুধবার এ উপলক্ষে বুরসার কেন্দ্রীয় দারুল ইফতা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশটির ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান। এছাড়াও রাষ্ট্রীয় উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে বুরসা প্রদেশের ডেপুটি মুফতি নুরুল্লাহ কোচান যায়নাবকে উদ্দেশ করে বলেন, ‘সত্যিকারের মুসলিম হওয়ার জন্য তোমাকে ঈমানের মৌলিক বিষয় গুলি শিখে নিতে হবে। জেনে নিতে হবে ইবাদতের নিয়ম-কানুন। জীবনকে ঢেলে ইসলামের রঙে সাজাতে হবে। এসব অল্পদিনে শেখা যাবে না। প্রতিনিয়ত শিখে যেতে হবে।’ এ সময় তিনি যায়নাবকে সবার সামনে ইসলাম কবুল করার আহ্বান জানান। এরপর যায়নাব কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণের ঘোষণা করেন। অনুষ্ঠানে যায়নাবকে নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়। উপহারের তালিকায় নবীজি সা.র জীবনী ও এক কপি পবিত্র কুরআন ছিল।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ