বিক্ষোভে উসকানি,ইরানে বিদেশি গোয়েন্দা আটক!

- আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ সরকার-বিরোধী বিক্ষোভ দমন অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফরাসি গোয়েন্দা এজেন্টকে আটক করার কথা জানাল ইরান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানিয়েছেন। ভাহিদি বলেছেন, ‘বিক্ষোভের জন্য বিদেশিদেরও গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বড় ভূমিকা ছিল। এখানে ফরাসি গোয়েন্দা সংস্থার এজেন্টও ছিল। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ফরাসি বিদেশমন্ত্রী ক্যাথরিন কোলোনা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, ইরানে এ পর্যন্ত মোট সাত ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। প্রথম থেকেই এই হিজাব-বিরোধী আন্দোলনে বিদেশি রাষ্ট্র জড়িত আছে বলে অভিযোগ করে আসছে ইরান সরকার।
১৬ সেপ্টেম্বর কুর্দ তরুণী মাহসা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সঠিকভাবে হিজাব না পরার কারণে নৈতিকতা পুলিশ আমিনিকে গ্রেফতার করেছিল। এজন্য ইরানে শুরু হওয়া বিক্ষোভটি প্রথমে হিজাব-বিরোধী ছিল। কিন্তু বর্তমানে পশ্চিমা মিডিয়া ও নেতাদের উসকানিতে এটি সরকার-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে কথা বলছে। শালীন হিজাব খুলে ফেলে তারা ইরানের চরিত্রকে নষ্ট করতে চাইছে।