০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত ‘সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের, মৃত্যুকালে বয়স ছিল ৯১  

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 27

পুবের কলম ওয়েব ডেস্কঃ বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন  ফরাসী সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের। তিনি শুধু সিটি অফ জয়ের লেখকই নন, তিনি ছিলেন ভারত অনুরাগী। ল্যাপিয়ের সিটি অফ জয় থেকে যে রয়্যালটি পেয়েছিলেন, তা ভারতের মানবিক প্রকল্পের জন্য দান করেছিলেন।

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

ডমিনিকের জন্ম চ্যাটেলিলনে ৩০ জুলাই, ১৯৩১ সালে। জন্মগ্রহণকারী, ল্যাপিয়ের আমেরিকান লেখক ল্যারি কলিন্সের সহযোগিতায় তিনি যে ছয়টি বই লিখেছিলেন তার প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। যার মধ্যে সবথেকে বিখ্যাত হল ইজ প্যারিস বার্নিং। বইটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। যেখানে ১৯৪৪-এর অগাস্ট পর্যন্ত সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। সেই সময় নাৎসি জার্মানি ফ্রান্সের রাজধানী প্যারিসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

এছাড়াও উল্লেখযোগ্য বইগুলি হল, অর আই উইল ড্রেস ইউ ই মোরিং (১৯৬৮), ও জেরুজালেম (১৯৭২), ফ্রিডম অ্যাট মিডনাইট(১৯৭৫), দ্য ফিফথ হর্সম্যান (১৯৮০)। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে সিটি অফ জয়। কলকাতার এক রিকশাওয়ালার জীবন বৃত্তান্ত তুলে ধরেছিলেন তিনি। এর ওপর ভিত্তি করে প্যাট্রিক সোয়েজ অভিনীত এবং রোল্যান্ড জোফ পরিচালিত চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯২ সালে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত ‘সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের, মৃত্যুকালে বয়স ছিল ৯১  

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন  ফরাসী সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের। তিনি শুধু সিটি অফ জয়ের লেখকই নন, তিনি ছিলেন ভারত অনুরাগী। ল্যাপিয়ের সিটি অফ জয় থেকে যে রয়্যালটি পেয়েছিলেন, তা ভারতের মানবিক প্রকল্পের জন্য দান করেছিলেন।

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

ডমিনিকের জন্ম চ্যাটেলিলনে ৩০ জুলাই, ১৯৩১ সালে। জন্মগ্রহণকারী, ল্যাপিয়ের আমেরিকান লেখক ল্যারি কলিন্সের সহযোগিতায় তিনি যে ছয়টি বই লিখেছিলেন তার প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। যার মধ্যে সবথেকে বিখ্যাত হল ইজ প্যারিস বার্নিং। বইটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। যেখানে ১৯৪৪-এর অগাস্ট পর্যন্ত সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। সেই সময় নাৎসি জার্মানি ফ্রান্সের রাজধানী প্যারিসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

এছাড়াও উল্লেখযোগ্য বইগুলি হল, অর আই উইল ড্রেস ইউ ই মোরিং (১৯৬৮), ও জেরুজালেম (১৯৭২), ফ্রিডম অ্যাট মিডনাইট(১৯৭৫), দ্য ফিফথ হর্সম্যান (১৯৮০)। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে সিটি অফ জয়। কলকাতার এক রিকশাওয়ালার জীবন বৃত্তান্ত তুলে ধরেছিলেন তিনি। এর ওপর ভিত্তি করে প্যাট্রিক সোয়েজ অভিনীত এবং রোল্যান্ড জোফ পরিচালিত চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯২ সালে।