২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুরন্ত সিরাজ-কুলদীপ, ইডেনে জয় ভারতের

ইমামা খাতুন
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল ভারতীয় দল। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এ দিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩৯.৪ ওভারে ২১৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৪৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

এ দিন অবশ্য বড় রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা (১৭), এবং গত ম্যাচের নায়ক বিরাট কোহলি। বিরাট ৪ রান করে আউট হন। ব্যাট হাতে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নেন কে এল রাহুল। তিনি ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার। রাহুলের সঙ্গে ক্রিজে ছিলেন কুলদীপ যাদব (১০)। হার্দিক পান্ডিয়া ৩৬ রান করে আউট হন।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে ভারতীয় বোলারদের দাপটে ২১৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দুরন্ত বোলিং করেন মুহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। সিরাজ ৫.৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। কুলদীপও পেয়েছেন তিন উইকেট। উমরান মালিক পেয়েছেন দুটি উইকেট। লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে লড়াই করেন নুয়ান ফার্নান্ডো। তিনি ৬টি চারের সাহায্যে ৫০ রান করেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুরন্ত সিরাজ-কুলদীপ, ইডেনে জয় ভারতের

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল ভারতীয় দল। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এ দিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩৯.৪ ওভারে ২১৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৪৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

এ দিন অবশ্য বড় রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা (১৭), এবং গত ম্যাচের নায়ক বিরাট কোহলি। বিরাট ৪ রান করে আউট হন। ব্যাট হাতে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নেন কে এল রাহুল। তিনি ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার। রাহুলের সঙ্গে ক্রিজে ছিলেন কুলদীপ যাদব (১০)। হার্দিক পান্ডিয়া ৩৬ রান করে আউট হন।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে ভারতীয় বোলারদের দাপটে ২১৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দুরন্ত বোলিং করেন মুহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। সিরাজ ৫.৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। কুলদীপও পেয়েছেন তিন উইকেট। উমরান মালিক পেয়েছেন দুটি উইকেট। লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে লড়াই করেন নুয়ান ফার্নান্ডো। তিনি ৬টি চারের সাহায্যে ৫০ রান করেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট