০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস, হাওড়ায় পোড়ানো হলো মোদির কুশপুতুল  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 11

 

 

 

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস। গোটা দেশ জুড়েই আজ এসবিআই ও এলাইসি  অফিসের এর সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে। হাওড়াতেও হয় বিক্ষোভ। নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়।

আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। এলআইসি এবং এসবিআই অফিসের সামনে হয় আন্দোলন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে দেশজুড়েই এদিন বিক্ষোভ প্রদর্শন চলছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। সারা দেশের জেলাগুলিতে এলআইসি এবং এসবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, কংগ্রেস আদানি গ্রুপের আর্থিক লেনদেনের তদন্তের জন্য একটি সংসদীয় প্যানেল (জেপিসি) বা সুপ্রিম কোর্টের একটি কমিটিও দাবি করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস, হাওড়ায় পোড়ানো হলো মোদির কুশপুতুল  

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

 

 

 

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস। গোটা দেশ জুড়েই আজ এসবিআই ও এলাইসি  অফিসের এর সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে। হাওড়াতেও হয় বিক্ষোভ। নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়।

আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। এলআইসি এবং এসবিআই অফিসের সামনে হয় আন্দোলন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে দেশজুড়েই এদিন বিক্ষোভ প্রদর্শন চলছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। সারা দেশের জেলাগুলিতে এলআইসি এবং এসবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, কংগ্রেস আদানি গ্রুপের আর্থিক লেনদেনের তদন্তের জন্য একটি সংসদীয় প্যানেল (জেপিসি) বা সুপ্রিম কোর্টের একটি কমিটিও দাবি করেছে।