৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাইকেলের জন্য কলকাতায় পৃথক লেনের দাবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 42

পুবের কলম প্রতিবেদক: সাইকেল চলাচলের জন্য কলকাতায় পৃথক লেনের দাবি করছে কলকাতা সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটি। এর পাশাপাশি ট্রাফিক সিগন্যাল মেনে সাইকেল চালানোর জন্য আরোহীদের প্রতি এই সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে। কলকাতা সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটির সম্পাদক প্রশান্ত পুরকাইতের অভিযোগ, পার্কস্ট্রিট, এক্সাইডে তো আছেই। কলকাতার অন্য বিভিন্ন রাস্তার মোড় যেমন: গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি, গোলপার্ক, মৌলালি, মল্লিকবাজার, এই সব স্থানেও এখন সাইকেল ধরে ১০০ টাকা করে ফাইন করা হচ্ছে। তাঁর দাবি, এই ফাইন করার কোনও আইন নেই’।

কলকাতায় সাইকেল চালানোর দাবি নিয়ে ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী সহ বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। সংগঠনের সম্পাদক হিসাবে প্রশান্ত পুরকাইতের দাবি, পুলিশ যেমন সাইকেল ধরে হেনস্থা করবে না। যারা সাইকেল চালাবেন তাঁরাও অবশ্যই যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলেন।’

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

কোভিড-১৯-এর অতিমারির কারণে এমনিতেই বহু মানুষের কাজকর্ম নেই। বহু মানুষ আরও গরীব হয়ে গিয়েছেন। এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিও রয়েছে। সামান্য উপার্জন করে সংসার চালাতে হয়, এই রকম বহু মানুষ রয়েছেন। এর পাশাপাশি অনেকের রয়েছে চিকিৎসার জন্য খরচও। কাজের প্রয়োজনে শুধুমাত্র কলকাতার মধ্যেই এদিক-ওদিক যেতে হলেও আজকের দিনে কম টাকা খরচ হয় না। অন্তত এই সব মানুষের কাছে সাইকেল এই ক্ষেত্রে যেমন অত্যন্ত সহায়ক। তেমনই সার্বিকভাবে পরিবেশ দূষণ কমানোর জন্য সাইকেলের মতো বাহন খুবই প্রয়োজনীয়।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

প্রশান্ত পুরকাইত বলেন, দূষণ সৃষ্টি করে না বলে পৃথিবীর বিভিন্ন দেশে এখন ফিরিয়ে আনা হচ্ছে সাইকেল। এদিকে, কলকাতার পরিবেশ দিনকে দিন আরও দূষিত হয়ে উঠছে। এই অবস্থায় সাইকেলের মতো বাহনকে অবশ্যই উৎসাহ দেওয়া উচিত।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অধিকার অর্জনের লক্ষ্যে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সাংগঠনিক প্রচার চলবে বলেও তিনি জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইকেলের জন্য কলকাতায় পৃথক লেনের দাবি

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: সাইকেল চলাচলের জন্য কলকাতায় পৃথক লেনের দাবি করছে কলকাতা সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটি। এর পাশাপাশি ট্রাফিক সিগন্যাল মেনে সাইকেল চালানোর জন্য আরোহীদের প্রতি এই সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে। কলকাতা সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটির সম্পাদক প্রশান্ত পুরকাইতের অভিযোগ, পার্কস্ট্রিট, এক্সাইডে তো আছেই। কলকাতার অন্য বিভিন্ন রাস্তার মোড় যেমন: গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি, গোলপার্ক, মৌলালি, মল্লিকবাজার, এই সব স্থানেও এখন সাইকেল ধরে ১০০ টাকা করে ফাইন করা হচ্ছে। তাঁর দাবি, এই ফাইন করার কোনও আইন নেই’।

কলকাতায় সাইকেল চালানোর দাবি নিয়ে ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী সহ বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। সংগঠনের সম্পাদক হিসাবে প্রশান্ত পুরকাইতের দাবি, পুলিশ যেমন সাইকেল ধরে হেনস্থা করবে না। যারা সাইকেল চালাবেন তাঁরাও অবশ্যই যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলেন।’

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

কোভিড-১৯-এর অতিমারির কারণে এমনিতেই বহু মানুষের কাজকর্ম নেই। বহু মানুষ আরও গরীব হয়ে গিয়েছেন। এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিও রয়েছে। সামান্য উপার্জন করে সংসার চালাতে হয়, এই রকম বহু মানুষ রয়েছেন। এর পাশাপাশি অনেকের রয়েছে চিকিৎসার জন্য খরচও। কাজের প্রয়োজনে শুধুমাত্র কলকাতার মধ্যেই এদিক-ওদিক যেতে হলেও আজকের দিনে কম টাকা খরচ হয় না। অন্তত এই সব মানুষের কাছে সাইকেল এই ক্ষেত্রে যেমন অত্যন্ত সহায়ক। তেমনই সার্বিকভাবে পরিবেশ দূষণ কমানোর জন্য সাইকেলের মতো বাহন খুবই প্রয়োজনীয়।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

প্রশান্ত পুরকাইত বলেন, দূষণ সৃষ্টি করে না বলে পৃথিবীর বিভিন্ন দেশে এখন ফিরিয়ে আনা হচ্ছে সাইকেল। এদিকে, কলকাতার পরিবেশ দিনকে দিন আরও দূষিত হয়ে উঠছে। এই অবস্থায় সাইকেলের মতো বাহনকে অবশ্যই উৎসাহ দেওয়া উচিত।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অধিকার অর্জনের লক্ষ্যে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সাংগঠনিক প্রচার চলবে বলেও তিনি জানিয়েছেন।