১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞাপনের বদলে ৩মিনিট ধরে চলছে পর্ণ ফিল্ম, পটনা রেলস্টেশনে বিপাকে যাত্রীরা  

পুবের কলম,ওয়েবডেস্ক: রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম। প্ল্যাটফর্মে এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমত চক্ষু চড়কগাছ নিত্যযাত্রীদের। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের পটনা রেলওয়ে স্টেশনে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পটনার রেলওয়ে স্টেশনে রেলের তরফে লাগানো টিভিগুলিতে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎ পর্ন ফিল্ম চলতে শুরু করে। যাত্রীরাও প্রথমে বিষয়টি খেয়াল করেননি। কিন্তু পরে টিভিতে চলা দৃশ্যগুলি দেখে তারা চরম বিপাকে পড়ে যান তাঁরা। প্রায় তিন মিনিট ধরে চলে পর্ন ফিল্ম। পরে যাত্রীরাই রেল পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-র এ অভিযোগ জানান।

আরও পড়ুন: এইচ–১বি ভিসার ইন্টারভিউ পিছল, বিপাকে ভারতীয় আবেদনকারীরা

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রেলস্টেশনের টেলিভিশনের বিজ্ঞাপনের দায়িত্ব ছিল দত্ত কমিউনিকেশন নামে এক সংস্থার উপর। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে দ্রুততার   সঙ্গে যোগাযোগ করে আরপিএফ। রেলস্টেশনের টিভিতে পর্ন ফিল্ম বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা।

আরও পড়ুন: ইন্ডিগো-বিভ্রাটে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার , ‘পরিকল্পনাহীনতায় বিপদ, যাত্রীরা আদালতে যাক’

উপরিউক্ত ঘটনায় রেলের তরফে দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি, আর্থিক জরিমানাও দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিপর্যস্ত ইন্ডিগো: দেশজুড়ে বাতিল চারশোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

উল্লেখ্য, স্টেশনে ঝোলানো এই সমস্ত টেলিভিশনে সাধারণত কেন্দ্রীয় সরকার এবং রেলের বিভিন্ন বিজ্ঞাপন অথবা কোনও পণ্যের বিজ্ঞাপন চলে। সাধারণ সিনেমাই চলে না  কখনও। সেই জায়গায় এমন কাণ্ড কী করে ঘটল সেটা ভেবেই কালঘাম ছুটে যাচ্ছে পটনা স্টেশনের রেলকর্মীদের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজ্ঞাপনের বদলে ৩মিনিট ধরে চলছে পর্ণ ফিল্ম, পটনা রেলস্টেশনে বিপাকে যাত্রীরা  

আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম। প্ল্যাটফর্মে এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমত চক্ষু চড়কগাছ নিত্যযাত্রীদের। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের পটনা রেলওয়ে স্টেশনে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পটনার রেলওয়ে স্টেশনে রেলের তরফে লাগানো টিভিগুলিতে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎ পর্ন ফিল্ম চলতে শুরু করে। যাত্রীরাও প্রথমে বিষয়টি খেয়াল করেননি। কিন্তু পরে টিভিতে চলা দৃশ্যগুলি দেখে তারা চরম বিপাকে পড়ে যান তাঁরা। প্রায় তিন মিনিট ধরে চলে পর্ন ফিল্ম। পরে যাত্রীরাই রেল পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-র এ অভিযোগ জানান।

আরও পড়ুন: এইচ–১বি ভিসার ইন্টারভিউ পিছল, বিপাকে ভারতীয় আবেদনকারীরা

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রেলস্টেশনের টেলিভিশনের বিজ্ঞাপনের দায়িত্ব ছিল দত্ত কমিউনিকেশন নামে এক সংস্থার উপর। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে দ্রুততার   সঙ্গে যোগাযোগ করে আরপিএফ। রেলস্টেশনের টিভিতে পর্ন ফিল্ম বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা।

আরও পড়ুন: ইন্ডিগো-বিভ্রাটে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার , ‘পরিকল্পনাহীনতায় বিপদ, যাত্রীরা আদালতে যাক’

উপরিউক্ত ঘটনায় রেলের তরফে দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি, আর্থিক জরিমানাও দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিপর্যস্ত ইন্ডিগো: দেশজুড়ে বাতিল চারশোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

উল্লেখ্য, স্টেশনে ঝোলানো এই সমস্ত টেলিভিশনে সাধারণত কেন্দ্রীয় সরকার এবং রেলের বিভিন্ন বিজ্ঞাপন অথবা কোনও পণ্যের বিজ্ঞাপন চলে। সাধারণ সিনেমাই চলে না  কখনও। সেই জায়গায় এমন কাণ্ড কী করে ঘটল সেটা ভেবেই কালঘাম ছুটে যাচ্ছে পটনা স্টেশনের রেলকর্মীদের।