২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা, উত্তর ২৪ পরগনকে বিশেষ নজরের নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার
  • / 75

পুবের কলম প্রতিবেদক: দেশ জুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের একবার ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। এরইমধ্যে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে গত দু’বছরে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা জেলাগুলিকে বিশেষ নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও উত্তর ২৪ পরগনকে নজরদারির আওতায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে কলকাতায় করোনার পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তা সত্বেও সচেতনতামূলক প্রচার জারি রাখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮০৫ জন। এর জেরে গত ১৩৪ দিনে করোনা অ্যাকটিভ কেস বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছাড়াল ১০ হাজারের গণ্ডি। প্রায় পাঁচ মাসে, ১৪০ দিনে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ কেসও ধরা পড়েছে কদিন আগে। তখন নতুন ১৩০০ কেস নথিভুক্ত করা গিয়েছিল। এবার সেই সংখ্যাটাও ছাড়িয়ে গেল। কেন্দ্র ও রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সম্প্রতি কভিডে মৃত্যু হয় এক ব্যক্তির। ৭২ বছরের ওই ব্যক্তি নদিয়ার বাসিন্দ ছিলেন। যদিও গত দু’বছর রাজ্যের মধ্যে আক্রান্তের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এখনও কোনও কেস পাওয়া যায়নি। এই অবস্থা বজায় রাখতে এই দুই জেলার ওপর রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কোথাও কোনও কেস পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা, হাসপাতালগুলিকে রেডি রাখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। এপ্রিলের ১০ এবং ১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে রাজ্যগুলির কাছে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা, উত্তর ২৪ পরগনকে বিশেষ নজরের নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: দেশ জুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ফের একবার ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। এরইমধ্যে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে গত দু’বছরে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা জেলাগুলিকে বিশেষ নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও উত্তর ২৪ পরগনকে নজরদারির আওতায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে কলকাতায় করোনার পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তা সত্বেও সচেতনতামূলক প্রচার জারি রাখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮০৫ জন। এর জেরে গত ১৩৪ দিনে করোনা অ্যাকটিভ কেস বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছাড়াল ১০ হাজারের গণ্ডি। প্রায় পাঁচ মাসে, ১৪০ দিনে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ কেসও ধরা পড়েছে কদিন আগে। তখন নতুন ১৩০০ কেস নথিভুক্ত করা গিয়েছিল। এবার সেই সংখ্যাটাও ছাড়িয়ে গেল। কেন্দ্র ও রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সম্প্রতি কভিডে মৃত্যু হয় এক ব্যক্তির। ৭২ বছরের ওই ব্যক্তি নদিয়ার বাসিন্দ ছিলেন। যদিও গত দু’বছর রাজ্যের মধ্যে আক্রান্তের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এখনও কোনও কেস পাওয়া যায়নি। এই অবস্থা বজায় রাখতে এই দুই জেলার ওপর রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কোথাও কোনও কেস পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা, হাসপাতালগুলিকে রেডি রাখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। এপ্রিলের ১০ এবং ১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে রাজ্যগুলির কাছে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।