০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সেকেন্দরাবাদ আগরতলা এক্সপ্রেসের কোচে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ইমামা খাতুন
- আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
- / 21
পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরের রেল দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। এবার আগুন আতঙ্ক সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে।
জানা গিয়েছে, ট্রেনটির বি-৫ বগিতে আগুন লাগে। আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে পড়েন ওড়িশার বেরহামপুর স্টেশনে।
প্রাথমিক অনুমান, এসি থেকেই কোনোভাবে আগুন লেগেছে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা।
খবর দেওয়া হয় দমকলে। প্রায় ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভার পর ট্রেনটি স্টেশন ছেড়ে ফের রওনা দেয়।