২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতে দলিত ব্যক্তিকে পিটিয়ে খুন

সামিমা এহসানা
  • আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
  • / 58

পুবের কলম ওয়েব ডেস্ক: এবার দলিত ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাতে। সম্প্রতি ভালো পোশাক পরার ‘অপরাধে’ গুজরাতে এক দলিত যুবককে বেদম প্রহার করে উচ্চবর্ণের মানুষজন। এবার হোটেলে খাবার কম দেওয়ায় , প্রতিবাদ করতে গিয়ে উচ্চবর্ণের হোটেল মালিকের মার খেয়ে মৃত্যু হল এক অটো চালকের।

গুজরাতের মহিসাগর জেলায় গত ৭ জুন একটি হোটেলে খেতে গেছিলেন অটোচালক রাজু ভেঙ্কর (৪৫)। খাবার খাওয়ার পর নতুন করে কিছুটা খাবার পার্সেল করে দিতে বলেছিলেন রাজু। ন্যায্য দাম দেওয়া সত্ত্বেও তাকে খাবার কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করে রাজু। এরপর তর্কবিতর্ক শুরু হলে রাজুকে তার জাতপাত তুলে গালাগালি শুরু করে হোটেল মালিক। প্রতিবাদ করলে, হোটেল মালিক ও ম্যানেজার মিলে বেধড়ক মারধার করে রাজুকে। কোনও মতে ওই অবস্থাতেই বাড়ি ফেরেন রাজু। বাড়িতে গিয়ে প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হলে রাজুকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। বেশ কয়েকটি হাসপাতালে রেফার করার পর শল্যচিকিৎসা করাতে হয় রাজুর। এরপর তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভাঙল ৩০০ বছরের নিষেধাজ্ঞা, শিবমন্দিরে প্রবেশাধিকার পেলেন দাসপাড়ার দলিতরা

রাজুর মৃত্যুর পর ব্যাপক প্রতিবাদ শুরু করেছে ওই এলাকার দলিত পরিবারগুলি। রাজুর পরিবারের পক্ষ থেকে জানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তারা মৃতদেহ গ্রহণ করবেন না।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

গুজরাতের দলিত নেতা ও কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। গ্রেফতার না করা  হলে ব্যাপক প্রতিবাদের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জিগনেশ।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত

দেশে দিন দিন বাড়ছে দলিত নির্যাতনের ঘটনা। দু’দিন আগেই যোগী রাজ্যের নলকূপে উচ্চবর্ণের যুবকদের পাশে স্নান করায় একটি দলিত পরিবারের ৪ সদস্যকে মারধর করা হয়েছে। এমন হাজারো অবিচার ঘটে চললেও, কোনওবারই দৃষ্টান্তমূলক শাস্তির খবর সামনে আসেনা। যার জেরেই দিন দিন বাড়ছে দলিত নির্যাতন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে দলিত ব্যক্তিকে পিটিয়ে খুন

আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: এবার দলিত ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাতে। সম্প্রতি ভালো পোশাক পরার ‘অপরাধে’ গুজরাতে এক দলিত যুবককে বেদম প্রহার করে উচ্চবর্ণের মানুষজন। এবার হোটেলে খাবার কম দেওয়ায় , প্রতিবাদ করতে গিয়ে উচ্চবর্ণের হোটেল মালিকের মার খেয়ে মৃত্যু হল এক অটো চালকের।

গুজরাতের মহিসাগর জেলায় গত ৭ জুন একটি হোটেলে খেতে গেছিলেন অটোচালক রাজু ভেঙ্কর (৪৫)। খাবার খাওয়ার পর নতুন করে কিছুটা খাবার পার্সেল করে দিতে বলেছিলেন রাজু। ন্যায্য দাম দেওয়া সত্ত্বেও তাকে খাবার কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করে রাজু। এরপর তর্কবিতর্ক শুরু হলে রাজুকে তার জাতপাত তুলে গালাগালি শুরু করে হোটেল মালিক। প্রতিবাদ করলে, হোটেল মালিক ও ম্যানেজার মিলে বেধড়ক মারধার করে রাজুকে। কোনও মতে ওই অবস্থাতেই বাড়ি ফেরেন রাজু। বাড়িতে গিয়ে প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হলে রাজুকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। বেশ কয়েকটি হাসপাতালে রেফার করার পর শল্যচিকিৎসা করাতে হয় রাজুর। এরপর তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভাঙল ৩০০ বছরের নিষেধাজ্ঞা, শিবমন্দিরে প্রবেশাধিকার পেলেন দাসপাড়ার দলিতরা

রাজুর মৃত্যুর পর ব্যাপক প্রতিবাদ শুরু করেছে ওই এলাকার দলিত পরিবারগুলি। রাজুর পরিবারের পক্ষ থেকে জানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তারা মৃতদেহ গ্রহণ করবেন না।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

গুজরাতের দলিত নেতা ও কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। গ্রেফতার না করা  হলে ব্যাপক প্রতিবাদের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জিগনেশ।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত

দেশে দিন দিন বাড়ছে দলিত নির্যাতনের ঘটনা। দু’দিন আগেই যোগী রাজ্যের নলকূপে উচ্চবর্ণের যুবকদের পাশে স্নান করায় একটি দলিত পরিবারের ৪ সদস্যকে মারধর করা হয়েছে। এমন হাজারো অবিচার ঘটে চললেও, কোনওবারই দৃষ্টান্তমূলক শাস্তির খবর সামনে আসেনা। যার জেরেই দিন দিন বাড়ছে দলিত নির্যাতন।