২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ মুসলিমদের খেজুর উপহার

ইমামা খাতুন
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 42

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার মুসলিমদের জন্য উন্নতমানের ৫০ টন খেজুর উপহার পাঠিয়েছেন সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত ৬ সেপ্টেম্বর সউদি রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলাইমান আল আহমদ রাশিয়ার মুসলিমদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দারুল ইফতা ও বিভিন্ন মুসলিম সংস্থার কাছে তা হস্তান্তর করেন।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

এ ছাড়া মক্কার কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত পবিত্র কুরআনের অনেক কপিও উপহার হিসেবে দেওয়া হয়। রুশ মুসলিম সংস্থার প্রধান মুফতি রাবি আইনুদ্দিন ও বিভিন্ন ইসলামি সংস্থার প্রতিনিধিরা এসব উপহারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সহযোগিতামূলক এসব কাজে সার্বিক তত্ত্বাবধান করে সউদি সরকারের সেবামূলক প্রতিষ্ঠান কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।

আরও পড়ুন: সরকারি ট্রেন্ডারে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ, সিদ্ধান্ত কর্নাটক সরকারের

আরও পড়ুন: জুম্মা বন্ধ রেখে ঘরবন্দি থাকুন: হোলিতে মুসলিমদের নিদান পদ্ম বিধায়কের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ মুসলিমদের খেজুর উপহার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার মুসলিমদের জন্য উন্নতমানের ৫০ টন খেজুর উপহার পাঠিয়েছেন সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত ৬ সেপ্টেম্বর সউদি রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলাইমান আল আহমদ রাশিয়ার মুসলিমদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দারুল ইফতা ও বিভিন্ন মুসলিম সংস্থার কাছে তা হস্তান্তর করেন।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

এ ছাড়া মক্কার কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত পবিত্র কুরআনের অনেক কপিও উপহার হিসেবে দেওয়া হয়। রুশ মুসলিম সংস্থার প্রধান মুফতি রাবি আইনুদ্দিন ও বিভিন্ন ইসলামি সংস্থার প্রতিনিধিরা এসব উপহারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সহযোগিতামূলক এসব কাজে সার্বিক তত্ত্বাবধান করে সউদি সরকারের সেবামূলক প্রতিষ্ঠান কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।

আরও পড়ুন: সরকারি ট্রেন্ডারে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ, সিদ্ধান্ত কর্নাটক সরকারের

আরও পড়ুন: জুম্মা বন্ধ রেখে ঘরবন্দি থাকুন: হোলিতে মুসলিমদের নিদান পদ্ম বিধায়কের