০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে তিনঘণ্টা টানা   জেরা পার্থকে, সংবাদমাধ্যমের সামনে খুললেন না মুখ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 66

 

 

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার দিনভর রাজ্য রাজনীতি আবর্তিত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে কেন্দ্র করে। হাইকোর্টের রক্ষাকবচ না পাওয়ার পরেই নিজাম প্যালেসে যে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে চলেছেন রাজ্যের এই হাই প্রোফাইল মন্ত্রী তা স্পষ্ট হয়ে যায়। ৬ টার মধ্যে হাজির না হলে সিবিআই হেফাজতে নিতে পারে রাজ্যের মন্ত্রীকে। এমনটাই নির্দেশ দেয় হাইকোর্ট। ডেটলাইনের ২০ মিনিট আগেই বুধবার বিকেল পাঁচ টা ৪০ মিনিটে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে যান নিজাম প্যালেসে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

সাড়ে তিনঘণ্টা টানা   জেরা পার্থকে, সংবাদমাধ্যমের সামনে খুললেন না মুখ
নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায়
ছবি খালিদুর রহিম

 

আরও পড়ুন: ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র

প্রায় চার ঘণ্টা পর সিবিআইয়ের দফতর থেকে বেরিয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে নিজাম প্যালেস থেকে বেরিয়ে একটাও শব্দ খরচ করেননি পার্থ। সোজা গাড়িতে উঠে চালকের পাশে বসে পড়েন। প্রেসিডেন্সি জেলের পিছনের রাস্তা দিয়ে তাঁর গাড়ি সোজা মাঝেরহাট সেতুতে উঠে যায়।

যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের এড়িয়ে যান রাজ্যের শিল্পমন্ত্রী। সিবিআই সূত্রের খবর, এদিন পার্থবাবুকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলেও সূত্রের দাবি। ফের কি পার্থ বাবু কে তলব করবে সিবিআই? সূত্রের খবর উপদেষ্টা কমিটির বয়ানের সঙ্গে পার্থবাবুর জবাব মিলিয়ে দেখার পরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

ছবিঃ খালিদুর রহিম

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাড়ে তিনঘণ্টা টানা   জেরা পার্থকে, সংবাদমাধ্যমের সামনে খুললেন না মুখ

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার দিনভর রাজ্য রাজনীতি আবর্তিত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে কেন্দ্র করে। হাইকোর্টের রক্ষাকবচ না পাওয়ার পরেই নিজাম প্যালেসে যে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে চলেছেন রাজ্যের এই হাই প্রোফাইল মন্ত্রী তা স্পষ্ট হয়ে যায়। ৬ টার মধ্যে হাজির না হলে সিবিআই হেফাজতে নিতে পারে রাজ্যের মন্ত্রীকে। এমনটাই নির্দেশ দেয় হাইকোর্ট। ডেটলাইনের ২০ মিনিট আগেই বুধবার বিকেল পাঁচ টা ৪০ মিনিটে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে যান নিজাম প্যালেসে।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

সাড়ে তিনঘণ্টা টানা   জেরা পার্থকে, সংবাদমাধ্যমের সামনে খুললেন না মুখ
নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায়
ছবি খালিদুর রহিম

 

আরও পড়ুন: ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র

প্রায় চার ঘণ্টা পর সিবিআইয়ের দফতর থেকে বেরিয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে নিজাম প্যালেস থেকে বেরিয়ে একটাও শব্দ খরচ করেননি পার্থ। সোজা গাড়িতে উঠে চালকের পাশে বসে পড়েন। প্রেসিডেন্সি জেলের পিছনের রাস্তা দিয়ে তাঁর গাড়ি সোজা মাঝেরহাট সেতুতে উঠে যায়।

যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের এড়িয়ে যান রাজ্যের শিল্পমন্ত্রী। সিবিআই সূত্রের খবর, এদিন পার্থবাবুকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলেও সূত্রের দাবি। ফের কি পার্থ বাবু কে তলব করবে সিবিআই? সূত্রের খবর উপদেষ্টা কমিটির বয়ানের সঙ্গে পার্থবাবুর জবাব মিলিয়ে দেখার পরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

ছবিঃ খালিদুর রহিম