১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের চালু হচ্ছে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 72

পুবের কলম প্রতিবেদক: প্রতীক্ষার অবসান। করোনা পরিস্থিতির পর ফের স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজ্য তথা দেশজুড়ে চালু হয়েছে ট্রেন-বাস ও বিমান পরিষেবা। সেই তালিকায় যুক্ত হচ্ছে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় বাস পরিষেবা চালু হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এর জন্য বুকিংও শুরু হয়েছে মঙ্গলবার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আগরতলার কৃষ্ণনগরের ত্রিপুরা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে সকাল ১০টায় ৪০সিটের একটি বাস কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু।

আরও পড়ুন: BSF-BGB meeting: বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়

এ নিয়ে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের এমডি রাজেশ কুমার দাস জানান,আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনি আরও বলেন, কলকাতাগামী বাসে চড়তে একজন যাত্রীর কাছে বৈধ পাসপোর্ট এবং ট্রানজিট ভিসা থাকতে হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিনই বাস পরিষেবা পাওয়া যাবে। যাত্রী প্রতি ভাড়া হবে ২,৩০০ টাকা।

আরও পড়ুন: আজ ঢাকায় বসছে সর্বদলীয় বৈঠক

ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, আগরতলা থেকে কলকাতার বাসটি বাংলাদেশের ঢাকা হয়ে প্রায় ১৯ ঘণ্টার মধ্যে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। এ ক্ষেত্রে গুয়াহাটি হয়ে দুটি জায়গার মধ্যে ট্রেনপথে যেতে সময় লাগে প্রায় ৩৫ ঘণ্টা। বাস সেই তুলনায় অনেক কম সময়ে গন্তব্য পৌঁছে দেবে।

আরও পড়ুন: আজ ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব

ক্রমবর্ধমান বিমান ভাড়া এবং দূরপাল্লার ট্রেনের টিকিটের সমস্যার জন্য আন্তর্জাতিক এই বাস পরিষেবা লোকেদের উপকৃত করবে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা। আগে বাস চলত। মাঝে করোনা মহামারীর জন্য এই রুটে বাস পরিষবা বন্ধ হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। দুই বছর পর ফের শুরু হচ্ছে বাস পরিষেবা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের চালু হচ্ছে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস পরিষেবা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: প্রতীক্ষার অবসান। করোনা পরিস্থিতির পর ফের স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজ্য তথা দেশজুড়ে চালু হয়েছে ট্রেন-বাস ও বিমান পরিষেবা। সেই তালিকায় যুক্ত হচ্ছে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় বাস পরিষেবা চালু হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এর জন্য বুকিংও শুরু হয়েছে মঙ্গলবার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আগরতলার কৃষ্ণনগরের ত্রিপুরা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে সকাল ১০টায় ৪০সিটের একটি বাস কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু।

আরও পড়ুন: BSF-BGB meeting: বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়

এ নিয়ে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের এমডি রাজেশ কুমার দাস জানান,আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনি আরও বলেন, কলকাতাগামী বাসে চড়তে একজন যাত্রীর কাছে বৈধ পাসপোর্ট এবং ট্রানজিট ভিসা থাকতে হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিনই বাস পরিষেবা পাওয়া যাবে। যাত্রী প্রতি ভাড়া হবে ২,৩০০ টাকা।

আরও পড়ুন: আজ ঢাকায় বসছে সর্বদলীয় বৈঠক

ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, আগরতলা থেকে কলকাতার বাসটি বাংলাদেশের ঢাকা হয়ে প্রায় ১৯ ঘণ্টার মধ্যে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। এ ক্ষেত্রে গুয়াহাটি হয়ে দুটি জায়গার মধ্যে ট্রেনপথে যেতে সময় লাগে প্রায় ৩৫ ঘণ্টা। বাস সেই তুলনায় অনেক কম সময়ে গন্তব্য পৌঁছে দেবে।

আরও পড়ুন: আজ ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব

ক্রমবর্ধমান বিমান ভাড়া এবং দূরপাল্লার ট্রেনের টিকিটের সমস্যার জন্য আন্তর্জাতিক এই বাস পরিষেবা লোকেদের উপকৃত করবে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা। আগে বাস চলত। মাঝে করোনা মহামারীর জন্য এই রুটে বাস পরিষবা বন্ধ হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। দুই বছর পর ফের শুরু হচ্ছে বাস পরিষেবা।