০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় এবার বসছে অত্যাধুনিক AI যুক্ত সিসিটিভি

সুস্মিতা
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 395

কলকাতায় রাতের নিরাপত্তায় জোর রাজ্যের

পুবের কলম, ওয়েবডেস্ক:  শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কলকাতা পুলিশ এবার অত্যাধুনিক (AI) প্রযুক্তি সংযোজন করতে চলেছে। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত (AI) সিসিটিভি ক্যামেরা, যা রাতের বেলাতেও সন্দেহজনক পরিস্থিতি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে পুলিশকে সতর্ক করবে। তবে শুধু কলকাতা নয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে প্রথমে শহর কলকাতায় পরে ধাপে ধাপে অন্য গুরুত্বপূর্ণ সিটি যেমন বিধান নগর, নিউ টাউন, আসানসোল, শিলিগুড়িতেই এই ব্যবস্থা চালু করা হবে।

আরও পড়ুন: নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে কলকাতা শহরের রাস্তায় বসানো হবে ৩০০টি এআই সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরাগুলিতে থাকবে ‘মোশন ডিটেক্টর’ প্রযুক্তি, যা দিনের বেলায় সাধারণ জনসমাগমে কোনও বার্তা পাঠাবে না, কিন্তু যদি অস্বাভাবিক সংখ্যক মানুষ বা যানবাহন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে, তখন সরাসরি লালবাজার কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে।
রাতের সময় এই প্রযুক্তির গুরুত্ব আরও বেড়ে যায়। যেমন ধরুন, একেবারে ফাঁকা রাস্তায় যদি হঠাৎ অনেক লোক জমা হতে দেখা যায়, তখন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে জানাবে। লালবাজার থেকে সংশ্লিষ্ট থানা ও টহলরত পুলিশ বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হবে। এই নতুন সিসিটিভি ক্যামেরাগুলি শুধু মানুষের গতিবিধি নয়, বরং নিজের প্রতিরক্ষাও করতে সক্ষম। কেউ যদি ক্যামেরার লেন্স ব্লক করার চেষ্টা করে বা ক্যামেরা ভাঙার চেষ্টা করে, তাহলেও তার এআই মডিউলকে সঙ্গে সঙ্গে সতর্ক করবে। এমনকি যদি কেউ আইপি অ্যাড্রেস পরিবর্তন করে বা একাধিক ক্যামেরার আইপি এক করে দেয়, সেটিও শনাক্ত করতে সক্ষম হবে এই প্রযুক্তি।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

আরও পড়ুন: ঈদের দিন কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

কলকাতা ট্র্যাফিক পুলিশ এবং শহরের বিভিন্ন থানায় ইতিমধ্যেই হাজার হাজার সিসিটিভি বসানো হয়েছে। তবে এখন পুলিশ আরও উন্নত বুলেট ক্যামেরা বসানোর দিকে ঝুঁকছে। মোট ৯২ লক্ষ টাকার প্রকল্পে এই আধুনিক এআই (AI) সিসিটিভি বসানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ক্যামেরা শুধু অপরাধ দমন নয়, বরং যান চলাচল ও পথচারীর সংখ্যাও পর্যবেক্ষণ করতে পারবে। যদি কোনও কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও ক্যামেরার রেকর্ডার সমস্ত ফুটেজ সেভ করে রাখবে, যাতে পরে তদন্তে কোনও অসুবিধা না হয়। নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নাগরিকের নিরাপত্তা বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় শহর কলকাতায় এই ধরনের ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হলেও পরে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতেও এই ব্যবস্থা আনা হবে।
এই নিয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেছেন, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের নজরদারি অত্যন্ত কার্যকর হতে চলেছে। যেভাবে সাম্প্রতিক সময় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে বিষয়টিকে সিরিয়াস নোটে নিয়েই এগোচ্ছে রাজ্য। তাই গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন সিটি হিসেবে প্রথমে কলকাতাকে নিরাপদ করতে চাইছে রাজ্য এরপর ধাপে ধাপে অন্যান্য কমিশনারের এ ধরনের ব্যবস্থা রাখা হবে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, অভয়াকাণ্ডের পর থেকেই রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই জায়গা থেকে কলকাতা শহরের রাস্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ক্যামেরা কোন সন্দেহ নেই শহরের নিরাপত্তাকে একটা নতুন মাত্রা দেবে বলে মনে করছেন তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাস্তায় এবার বসছে অত্যাধুনিক AI যুক্ত সিসিটিভি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

কলকাতায় রাতের নিরাপত্তায় জোর রাজ্যের

পুবের কলম, ওয়েবডেস্ক:  শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কলকাতা পুলিশ এবার অত্যাধুনিক (AI) প্রযুক্তি সংযোজন করতে চলেছে। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত (AI) সিসিটিভি ক্যামেরা, যা রাতের বেলাতেও সন্দেহজনক পরিস্থিতি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে পুলিশকে সতর্ক করবে। তবে শুধু কলকাতা নয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে প্রথমে শহর কলকাতায় পরে ধাপে ধাপে অন্য গুরুত্বপূর্ণ সিটি যেমন বিধান নগর, নিউ টাউন, আসানসোল, শিলিগুড়িতেই এই ব্যবস্থা চালু করা হবে।

আরও পড়ুন: নিউ টাউনে পশু হাসপাতাল গড়বে রাজ্য

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে কলকাতা শহরের রাস্তায় বসানো হবে ৩০০টি এআই সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরাগুলিতে থাকবে ‘মোশন ডিটেক্টর’ প্রযুক্তি, যা দিনের বেলায় সাধারণ জনসমাগমে কোনও বার্তা পাঠাবে না, কিন্তু যদি অস্বাভাবিক সংখ্যক মানুষ বা যানবাহন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে, তখন সরাসরি লালবাজার কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে।
রাতের সময় এই প্রযুক্তির গুরুত্ব আরও বেড়ে যায়। যেমন ধরুন, একেবারে ফাঁকা রাস্তায় যদি হঠাৎ অনেক লোক জমা হতে দেখা যায়, তখন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে জানাবে। লালবাজার থেকে সংশ্লিষ্ট থানা ও টহলরত পুলিশ বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হবে। এই নতুন সিসিটিভি ক্যামেরাগুলি শুধু মানুষের গতিবিধি নয়, বরং নিজের প্রতিরক্ষাও করতে সক্ষম। কেউ যদি ক্যামেরার লেন্স ব্লক করার চেষ্টা করে বা ক্যামেরা ভাঙার চেষ্টা করে, তাহলেও তার এআই মডিউলকে সঙ্গে সঙ্গে সতর্ক করবে। এমনকি যদি কেউ আইপি অ্যাড্রেস পরিবর্তন করে বা একাধিক ক্যামেরার আইপি এক করে দেয়, সেটিও শনাক্ত করতে সক্ষম হবে এই প্রযুক্তি।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

আরও পড়ুন: ঈদের দিন কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

কলকাতা ট্র্যাফিক পুলিশ এবং শহরের বিভিন্ন থানায় ইতিমধ্যেই হাজার হাজার সিসিটিভি বসানো হয়েছে। তবে এখন পুলিশ আরও উন্নত বুলেট ক্যামেরা বসানোর দিকে ঝুঁকছে। মোট ৯২ লক্ষ টাকার প্রকল্পে এই আধুনিক এআই (AI) সিসিটিভি বসানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ক্যামেরা শুধু অপরাধ দমন নয়, বরং যান চলাচল ও পথচারীর সংখ্যাও পর্যবেক্ষণ করতে পারবে। যদি কোনও কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও ক্যামেরার রেকর্ডার সমস্ত ফুটেজ সেভ করে রাখবে, যাতে পরে তদন্তে কোনও অসুবিধা না হয়। নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নাগরিকের নিরাপত্তা বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় শহর কলকাতায় এই ধরনের ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হলেও পরে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতেও এই ব্যবস্থা আনা হবে।
এই নিয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেছেন, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের নজরদারি অত্যন্ত কার্যকর হতে চলেছে। যেভাবে সাম্প্রতিক সময় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে বিষয়টিকে সিরিয়াস নোটে নিয়েই এগোচ্ছে রাজ্য। তাই গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন সিটি হিসেবে প্রথমে কলকাতাকে নিরাপদ করতে চাইছে রাজ্য এরপর ধাপে ধাপে অন্যান্য কমিশনারের এ ধরনের ব্যবস্থা রাখা হবে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, অভয়াকাণ্ডের পর থেকেই রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই জায়গা থেকে কলকাতা শহরের রাস্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ক্যামেরা কোন সন্দেহ নেই শহরের নিরাপত্তাকে একটা নতুন মাত্রা দেবে বলে মনে করছেন তারা।