০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকত্ব প্রশ্নে ডিভিশন বেঞ্চে ধাক্কা আলোরানি সরকারের, যাচ্ছেন শীর্ষ আদালতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
  • / 30

পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নাগরিকত্ব প্রশ্নে বড়সড় আইনি ধাক্কা খেলেন বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকার। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল  বেঞ্চের পর এদিন ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গতবারের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। তাঁর দায়ের করা নির্বাচন সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২১শে  বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে দু হাজারের মত ভোটে  পরাজিত হয়েছেন আলোরানি। এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আলোরানি। গত বছর ২২ মে তাঁর মামলাটি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিবেক চৌধুরী।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় আদালতকে জানানো হয়েছিল,  আলোরানি বাংলাদেশের ভোটার। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশের নাগরিকত্ব রয়েছে তাঁর’। হাইকোর্টে বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপি বিধায়ক।   সেসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলাটি ওঠার পর বিজেপির আইনজীবী  জানিয়েছিলেন, ‘বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানির’। এ বিষয়ে আদালতে তথ্যপ্রমাণও দেন তিনি। মামলাকারী আলোরানি সেই তথ্যের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেননি।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

এর পরেই বিচারপতি বিবেক চৌধুরী  জানান, -‘ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোনও জায়গা নেই। এর ফলে মামলাকারী নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। তিনি দেশের নির্বাচনেও অংশ নিতে পারেন না’।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

আদালত এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে আলোরানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি চৌধুরীর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান তৃণমূল প্রার্থী। এবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয় আলোরানি সরকারের আবেদন। শুক্রবার সংবাদমাধ্যম কে তৃণমূল নেত্রী আলোরানি সরকার জানিয়েছেন,  ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকত্ব প্রশ্নে ডিভিশন বেঞ্চে ধাক্কা আলোরানি সরকারের, যাচ্ছেন শীর্ষ আদালতে

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নাগরিকত্ব প্রশ্নে বড়সড় আইনি ধাক্কা খেলেন বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকার। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল  বেঞ্চের পর এদিন ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গতবারের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। তাঁর দায়ের করা নির্বাচন সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২১শে  বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে দু হাজারের মত ভোটে  পরাজিত হয়েছেন আলোরানি। এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আলোরানি। গত বছর ২২ মে তাঁর মামলাটি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিবেক চৌধুরী।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় আদালতকে জানানো হয়েছিল,  আলোরানি বাংলাদেশের ভোটার। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশের নাগরিকত্ব রয়েছে তাঁর’। হাইকোর্টে বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপি বিধায়ক।   সেসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলাটি ওঠার পর বিজেপির আইনজীবী  জানিয়েছিলেন, ‘বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানির’। এ বিষয়ে আদালতে তথ্যপ্রমাণও দেন তিনি। মামলাকারী আলোরানি সেই তথ্যের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেননি।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

এর পরেই বিচারপতি বিবেক চৌধুরী  জানান, -‘ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোনও জায়গা নেই। এর ফলে মামলাকারী নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। তিনি দেশের নির্বাচনেও অংশ নিতে পারেন না’।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

আদালত এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে আলোরানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি চৌধুরীর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান তৃণমূল প্রার্থী। এবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয় আলোরানি সরকারের আবেদন। শুক্রবার সংবাদমাধ্যম কে তৃণমূল নেত্রী আলোরানি সরকার জানিয়েছেন,  ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাব।