০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক মন্দার জের, ১৮ হাজার কর্মীদের ছাঁটাই করতে চলেছে অ্যামাজন

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম ওয়েব ডেস্ক: কর্মীদের জন্য বড় ধাক্কা। এবার ১৮ হাজার কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। কোম্পানির সিইও অ্যান্ডি  জ্যাসি এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন এক বিবৃতি জারি করে ১৮ হাজারের বেশি  কর্মী ছাঁটাই হবে বলে জানান তিনি। তিনি  বলেন, ১৮ জানুয়ারি থেকে অ্যামাজন যে কর্মী ছাঁটাই  সংক্রান্ত সিদ্ধান্ত নেবে, তা মূলত কোম্পানির ই-কমার্স এবং মানব সম্পদ সংস্থাগুলোকে প্রভাবিত করবে।

 

আরও পড়ুন: স্টেট ডিপার্টমেন্টের আরও ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

একইসঙ্গে এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল কোম্পানিটি। বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে সারা বিশ্ব কোম্পানিগুলো কর্মী সংকোচের পথে হাঁটতে শুরু করেছে। টুইটার ও মেটার পর কর্মী সংকোচের পথে বিশ্বের অন্যতম বড় কোম্পানি অ্যামাজন।

আরও পড়ুন: শুভেন্দুর এলাকায় ধাক্কা, বিজেপির পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে

 

আরও পড়ুন: চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে

সম্প্রতি প্রকাশিত হওয়া এক জার্নালে জানানো হয়েছে, অ্যামাজন  করোনার সময়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল, কিন্তু এখন এই সিদ্ধান্ত কোম্পানির জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়াতেই কর্মী ছাঁটাইয়ের পথে  হাঁটতে চলেছে এই সংস্থা। এছাড়াও বিশ্বব্যাপী আর্থিক মন্দার  কারণে কোম্পানির আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এই কারণে  প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই ঘোষণা করেছে। অ্যামাজন ছাড়াও, সেলসফোর্স ইনকও ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক মন্দার জের, ১৮ হাজার কর্মীদের ছাঁটাই করতে চলেছে অ্যামাজন

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কর্মীদের জন্য বড় ধাক্কা। এবার ১৮ হাজার কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। কোম্পানির সিইও অ্যান্ডি  জ্যাসি এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন এক বিবৃতি জারি করে ১৮ হাজারের বেশি  কর্মী ছাঁটাই হবে বলে জানান তিনি। তিনি  বলেন, ১৮ জানুয়ারি থেকে অ্যামাজন যে কর্মী ছাঁটাই  সংক্রান্ত সিদ্ধান্ত নেবে, তা মূলত কোম্পানির ই-কমার্স এবং মানব সম্পদ সংস্থাগুলোকে প্রভাবিত করবে।

 

আরও পড়ুন: স্টেট ডিপার্টমেন্টের আরও ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

একইসঙ্গে এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল কোম্পানিটি। বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে সারা বিশ্ব কোম্পানিগুলো কর্মী সংকোচের পথে হাঁটতে শুরু করেছে। টুইটার ও মেটার পর কর্মী সংকোচের পথে বিশ্বের অন্যতম বড় কোম্পানি অ্যামাজন।

আরও পড়ুন: শুভেন্দুর এলাকায় ধাক্কা, বিজেপির পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে

 

আরও পড়ুন: চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে

সম্প্রতি প্রকাশিত হওয়া এক জার্নালে জানানো হয়েছে, অ্যামাজন  করোনার সময়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল, কিন্তু এখন এই সিদ্ধান্ত কোম্পানির জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়াতেই কর্মী ছাঁটাইয়ের পথে  হাঁটতে চলেছে এই সংস্থা। এছাড়াও বিশ্বব্যাপী আর্থিক মন্দার  কারণে কোম্পানির আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এই কারণে  প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই ঘোষণা করেছে। অ্যামাজন ছাড়াও, সেলসফোর্স ইনকও ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।