ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন, চাকরি হারাতে চলেছে প্রায় ১৫ শতাংশ কর্মী

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 57
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন। এবার সংস্থার প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সব থেকে বড় কোপটি পড়তে চলেছে মানবসম্পদ বিভাগের উপরে। যদিও সংস্থার অন্যান্য বিভাগেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। ঠিক কত জন কর্মী চাকরি হারাতে চলেছেন বা কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগে কয়েক দফায় একাধিকবার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন। ফের একবার কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থাটি।
কর্মী ছাঁটাই করে কৃত্রিম মেধা (এআই) এবং ক্লাউড ব্যবসায় কোটি কোটি ডলার বিনিয়োগ করতে চলছে সংস্থাটি। চলতি বছরেই পরিকাঠামো খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচের পরিকল্পনা করেছে অ্যামাজন, যার সিংহভাগই যাবে পরবর্তী প্রজন্মের ডেটা সেন্টার তৈরিতে। এই ডেটা সেন্টার সংস্থার অভ্যন্তরীণ কাজ এবং অন্যান্য গ্রাহকদের জন্য কৃত্রিম মেধার পরিকাঠামোকে শক্তিশালী করবে।