২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসের পাতায় নাম লেখানো আজাজের প্রশংসায় অনিল কুম্বলে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে বল হাতে নজির গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। এক এক করে প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিলেন কিউয়ি দলের এই স্পিনার। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিলেন তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন  করেছিলেন ইংল্যান্ডের বোলার জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলে।

মূলত আজাজের চোখ ধাঁধানো বোলিংয়ে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়। ইতিহাস গড়ার পর ভারতীয় বংশদ্ভুত কিউয়ি তারকা আজাজের প্রশংসায় অনিল কুম্বলে টু্ইট করে লেখেন, ‘আমাদের ক্লাব তোমাকে স্বাগত জানায় আজাজ প্যাটেল। তুমি দারুণ বল করেছো। টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে একজন স্পিনার হিসেবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।’একা কুম্বলে নন, আজাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পার্থিব প্যালেটও। ভারতের মাটিতে এই নজির গড়ার জন্য আজাজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’

আরও পড়ুন: কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে ভারতের ১০ উইকেট নেওয়া আজাজ

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৬২ রানে গুটিয়ে বড় রানের লিড কোহলিদের

 

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট দখল আজাজের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাসের পাতায় নাম লেখানো আজাজের প্রশংসায় অনিল কুম্বলে

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে বল হাতে নজির গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। এক এক করে প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিলেন কিউয়ি দলের এই স্পিনার। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিলেন তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন  করেছিলেন ইংল্যান্ডের বোলার জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলে।

মূলত আজাজের চোখ ধাঁধানো বোলিংয়ে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়। ইতিহাস গড়ার পর ভারতীয় বংশদ্ভুত কিউয়ি তারকা আজাজের প্রশংসায় অনিল কুম্বলে টু্ইট করে লেখেন, ‘আমাদের ক্লাব তোমাকে স্বাগত জানায় আজাজ প্যাটেল। তুমি দারুণ বল করেছো। টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে একজন স্পিনার হিসেবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।’একা কুম্বলে নন, আজাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পার্থিব প্যালেটও। ভারতের মাটিতে এই নজির গড়ার জন্য আজাজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’

আরও পড়ুন: কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে ভারতের ১০ উইকেট নেওয়া আজাজ

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৬২ রানে গুটিয়ে বড় রানের লিড কোহলিদের

 

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট দখল আজাজের