বাদ দ্রাবিড়, কিউয়ি সফরে কোচ লক্ষ্মণ

- আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের আগে পর্যন্ত ভারতীয় দলকে চ্যাম্পিয়নের মতো মনে হচ্ছিল। কিন্তু একটা সেমিফাইনালই ভারতীয় ক্রিকেটারদের রীতিমতো হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়ার মাটি থেকেই বেশ কিছু ক্রিকেটার চলে যাচ্ছেন নিউজিল্যান্ডে। সেখানে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজের জন্য আগেই ঘোষিত হয়ে গিয়েছিল ভারতীয় দল। এবার ঘোষণা করা হল ভারতীয় দলের কোচের নাম।
রাহুল দ্রাবিড়কে এই সফরে নিয়ে যাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বদলে এই সফরের জন্য কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে ভি ভি এস লক্ষ্মণকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই আয়ারল্যান্ডের মাটিতে যে টি-২০ সিরিজ খেলেছিল ভারত, সেই সফরে ভারতীয় দলের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। শুধু তাই নয়, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।
সব সিরিজেই জয় পেয়েছে ভারত। এনসিএ-তে তাঁর অধীনে ক্রিকেটাররা তৈরি হন। তাই নতুন ক্রিকেটারদের নড়ির গতি ভালোই জানেন লক্ষ্মণ। আর নিউজিল্যান্ডে যে ভারতীয় দল যাচ্ছে, তা একেবারে তরুণ ব্রিগেড।
তাছাড়া ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে ভারতের মাটিতে টানা সিরিজ খেলার পর বিশ্বকাপ। এতগুলো সফরের পর দ্রাবিড় কে বিশ্রাম দেওয়ার প্রয়োজন বোধ করেছে বিসিসিআই।
তাই নিউজিল্যান্ড সফরে একটা নতুন দল পাঠানোর পাশাপাশি ভি ভি এস লক্ষ্মণকেও কোচ হিসেবে কঠিন সফরে দেখে নেওয়ার একটা সুযোগ এসেছে। তাই এই সফরে মেন ইন ব্লু-র কোচ হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু কোচ নয়, ব্যাটিং কোচেও পরিবর্তন আনছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন বিক্রম রাঠোর। এবার তাঁকে সরিয়ে নিউজিল্যান্ডে ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ক্রিকেটার হৃষিকেশ কানিতকর। দলে আরও পরিবর্তন আছে।
অস্ট্রেলিয়ায় এতদিন শামি, ভুবিদের বোলিংয়ের দায়িত্বে ছিলেন পারস মামরে। নতুন দল, নতুন সফর, তাই নতুন বোলিং কোচের ভাবনা বিসিসিআইয়ের। সেইমতো বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল সাইরাজ বাহুতুলেকে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে ভারত তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবিচন্দ্রন অশ্বিনদের মতো সিনিয়র ক্রিকেটারদের এই সফরে বিশ্রাম দিয়েছে বিসিসিআই।
টি-২০ সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, ওয়ানডে সিরিজে ভারতের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। ২৫ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ।
ভারতের নিউজিল্যান্ড সফর
টি-২০ সিরিজের সূচি
ক্রম তারিখ মাঠ
১ম টি-২০ ১৮ নভেম্বর ওয়েলিংটন
২য় টি-২০ ২০ নভেম্বর মাউন্ট মনগিনি
৩য় টি-২০ ২২ নভেম্বর নেপিয়ার ।
ওয়ানডে সিরিজের সূচি
ক্রম তারিখ মাঠ
১ম ওয়ানডে ২৫ নভেম্বর অকল্যান্ড
২য় ওয়ানডে ২৭ নভেম্বর হ্যামিলটন
৩য় ওয়ানডে ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চ